Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সুমনার চিকিৎসায় সাহায্যের আবেদন

প্রকাশের সময় : ২৭ জুন, ২০১৬, ১২:০০ এএম

ঝিনাইদহ জেলা সংবাদদাতা

ঝিনাইদহ ফজর আলী বালিকা স্কুুল অ্যান্ড কলেজের দশম শ্রেণীর মেধাবী ছাত্রী সুমনা আক্তার। বাবার মৃত্যুর পর মায়ের সাথে ঝিনাইদহ শহরের হামদাহ সততা পাড়ায় নানা আব্দুল গফুরের বাড়িতে দরিদ্র পরিবারটি বসবাস করছে। পিতৃহীন সুমনা আক্তার দীর্ঘদীন যাবত দুরারোগ্য ব্যাধি হৃদ রোগে আক্রান্ত হয়ে ভুগছে। এর আগে দুইবার ভারতের পিয়ারলেস হসপিটেক্স হাসপাতালে ভর্তি ছিল। বর্তমানে সে ভারতের পিয়ারলেস হসপিটেক্স হাসপাতালে ডা. অসিম কুমার পালের অধীনে চিকিৎসাধীন। ডা. অসিম কুমার পাল সুমনার দ্রুততম সময়ের মধ্যে হার্টের চিকিৎসা শেষ করার পরামর্শ দিয়েছেন। পিতৃহীন সুমনা আক্তারের হার্টের তৃতীয় দফা চিকিৎসার জন্য প্রয়োজন দুই লাখ টাকা। কিন্তু হতদরিদ্র নানা আব্দুল গফুরের পক্ষে সুমনার চিকিৎসা করানো সম্ভব নয়। অথচ দুই লাখ টাকা জোগাড় করা সুমনার বৃদ্ধ নানা আব্দুল গফুরের পক্ষে সম্ভব নয়। তাই টাকার অভাবে সুমনার চিকিৎসা মাঝপথে থেমে গেছে। প্রতিবেশীরা জানান, সুমনার মা জেসমিন নাহার দর্জির কাজ করে বৃদ্ধ নানার সংসার চালান। সঞ্চিত অর্থের সবটুকু মেয়ের চিকিৎসায় দিয়েছেন। এজন্য বাধ্য হয়েই মেয়ের শেষবারের মতো চিকিৎসার জন্য পরিবারটি হৃদয়বান, দানশীল, দয়াবান, ধনী ব্যক্তি ও প্রতিষ্ঠানের নিকট আর্থিক সহায়তা চেয়েছেন।
সাহায্য পাঠানো ঠিকানাÑ
মো. আব্দুল গফুর
সঞ্চয়ী হিসাব নং-২২৭৫২
ইসলামী ব্যাংক লি.,
ঝিনাইদহ শাখা, ঝিনাইদহ।
মোবাইল : ০১৭৫৮-৩৩১০৭৩ (বিকাশ)



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সুমনার চিকিৎসায় সাহায্যের আবেদন
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ