পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
রামপুরা মিফতাহুল জান্নাত মহিলা মাদরাসার দ্বিতীয় শ্রেণির ছাত্রী মোসাম্মাৎ সাদিয়া আক্তার (৯)কে অপহরণ ও ধর্ষণ করে হত্যাকারী শুভ এর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব প্রিন্সিপাল মাওলানা ইউনুছ আহমাদ। এক বিবৃতিতে তিনি বলেন, দেশে ধর্ষণ, হত্যা, নির্যাতনের ঘটনা মারাত্মক আকার ধারণ করেছে। এক শ্রেণির মানুষ নামের নরপশু শিশুদের ধর্ষণ করে তাদের বিকৃত রুচির পরিচয় দিচ্ছে। কিন্তু এধরণের নরপিশাচদের কঠোর শাস্তি না হওয়ায় বার বার শিশুরা ধর্ষণের শিকার হচ্ছে। সেই ধারাবাহিকতায় রামপুরার মাদরাসা ছাত্রী সাদিয়াকে অপহরণ করে শুভ নামের এক শ্রমিক। পরে দুইদন পর শিশুর লাশ কেরাণীগঞ্জে ফেলে রাখে। তিনি অবিলম্বে সাদিয়া হত্যার বিচার দাবি করে বলেন, নরপিশাচদের বিচার না হলে সামাজিক ভারসাম্যতা হারিয়ে দেশ আরো ভয়াবহতার দিকে ধাবিত হবে।
সিটি কর্পোরেশন নির্বাচন : এদিকে, সিটি কর্পোরেশন নির্বাচন প্রসঙ্গে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মহাসচিব প্রিন্সিপাল মাওলানা ইউনুছ আহমাদ বলেছেন, বিগত নির্বাচনগুলোর মত ভোট ডাকাতি ও আগের রাতে নির্বাচনের চেষ্টা করা হলে দেশবাসী আর কাউকে ক্ষমা করবে না। তিনি বলেন, নির্বাচন যেন সুষ্ঠু ও নিরপেক্ষ হয় সে ব্যবস্থা করতে হবে। বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশের নির্বাচন প্রস্তুতি সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।