Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফিমার চিত্রাঙ্কন প্রতিযোগিতা

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৫ ডিসেম্বর, ২০১৯, ১২:০১ এএম

নতুন প্রজন্মের মধ্যে ফিন্যান্সিয়াল ম্যানেজমেন্ট একাডেমি (ফিমা) মিলনায়তনে মুক্তিযুদ্ধের চেতনাকে ছড়িয়ে দেয়ার উদ্দেশ্যে মহান বিজয় দিবস উপলক্ষে সম্প্রতি চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় ফিমা কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সন্তানেরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ফিমার সম্মানিত মহাপরিচালক ড. শ্যামল কান্তি চৌধুরী উপস্থিত ছিলেন।

প্রধনি অতিথি মহান মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধের ইতিহাস, জাতির জনকের ৭ মার্চের ভাষণ এবং স্বাধীনতার প্রেক্ষাপট সম্পর্কে বক্তব্য প্রদান করেন। দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য মুক্তিযুদ্ধের চেতনাকে বুকে ধারণ করে শিশুদের এগিয়ে যাওয়ার জন্য পরামর্শ প্রদান করেন। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন ফিমার উপ-পরিচালক কাজী কাইয়ুম হোসেন। এতে অন্য উপ-পরিচালকগণ ও ফিমার সকল শ্রেণির কর্মকর্তা-কর্মচারী ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিশুদের অভিভাবকগণ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। Ñপ্রেস বিজ্ঞপ্তি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফিমার চিত্রাঙ্কন
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ