মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
হিংসা-কবলিত মিরাঠে যাওয়ার পথে রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রকে আটকাল উত্তরপ্রদেশ পুলিশ। সংশোধিত নাগরিকত্ব আইনের (সিএএ) প্রতিবাদ আন্দোলনে পথে নেমে মিরাঠে যারা প্রাণ হারিয়েছেন, তাদের পরিবারের সঙ্গে দেখা করতেই সেখানে যাচ্ছিলেন রাহুল-প্রিয়াঙ্কা। কিন্তু, মিরাঠে ঢোকার আগেই রাহুল-প্রিয়াঙ্কাদের আটকে দেয়া হয়। একইসঙ্গে, তাদের ফেরত পাঠিয়ে দেয়া হয়।
প্রসঙ্গত, গত সপ্তাহে মিরাঠে সিএএ-র প্রতিবাদে ভয়াবহ হিংসা ছড়িয়ে পড়ে। পুলিশের একটি ফাঁড়িতে আগুন ধরিয়ে দেয়া হয়। প্রশাসন সূত্রে দাবি, ২ জন পুলিশ কর্মী গুলিবিদ্ধ হন। গুলিতে নিহত হন আরো ২ জন।
এর আগে, গত ২২ ডিসেম্বর লখনৌ বিমানবন্দর থেকে বেরোতেই দেয়া হয়নি তৃণমূলের প্রতিনিধি দলকে। তৃণমূলের প্রতিনিধি দলের ৪ সদস্যকে পুলিশি হেনস্থারও অভিযোগ উঠেছিল। সূত্র : আনন্দবাজার পত্রিকা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।