মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
আর এর প্রভাব পড়েছে এবারের বড়দিনের উৎসবেও! এর প্রতীক হিসেবে ক্রিসমাস ট্রি থেকে উধাও হয়ে গেছে ‘সবুজ’। তার বদলে সিডনির ব্যবসায়িক কেন্দ্রস্থলে শোভা পাচ্ছে পোড়া সাইকেল ও কাঠ দিয়ে তৈরি কালো ‘দগ্ধ ক্রিসমাস ট্রি।’ আন্তর্জাতিক বেসরকারি মানবতাবাদী সংস্থা- রেড ক্রস এ ক্রিসমাস ট্রি তৈরি করেছে। এ ব্যাপারে সংস্থাটির পক্ষ থেকে বলা হয়েছে, দাবানলে বিপর্যস্ত পরিবারগুলোকে সমবেদনা জানাতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। এভাবে প্রচারণা চালিয়ে আক্রান্ত পরিবারগুলোকে সাহায্যের জন্য ত্রাণও সংগ্রহ করছে রেডক্রস। খবরে বলা হয়, অস্ট্রেলিয়াজুড়ে সর্বসংহারী রূপ ধারণ করেছে দাবানল। পুড়ে যাচ্ছে লাখ লাখ একর জমি। দেখা দিয়েছে প্রকট তাপমাত্রা। একাধিকবার বিভিন্ন রাজ্যে জরুরী অবস্থা জারি হয়েছে। ইতিমধ্যে ৫০০’র বেশি বাড়িঘর পুড়ে গেছে এসব দাবানলে। অবস্থা এতটাই মারাত্মক আকার ধারণ করেছে যে, আশঙ্কা করা হচ্ছে বড়দিন আশ্রয়কেন্দ্রে কাটাতে হতে পারে অনেককে। এ খবর দিয়েছে দ্য টাইমস। খবরে বলা হয়, দাবানলের প্রকোপ সবচেয়ে প্রকট সিডনীতে। সেখানে ব্লু মাউন্টেইনস সংলগ্ন বহু গ্রাম পুড়ে গেছে। আগুন নিয়ন্ত্রণে লড়াই করে যাচ্ছে ৩ হাজার দমকলকর্মী। চলতি বছর আমাজনে যে পরিমাণ বন পুড়েছে এখন পর্যন্ত অস্ট্রেলিয়ায় সে পরিমাণ এলাকা পুড়ে গেছে দাবানলে। কেবলমাত্র দুটি প্রধান সড়ক ছাড়া বাকি সকল রাস্তা বন্ধ করে দিয়েছে সিডনী কর্তৃপক্ষ। ধোঁয়ায় ঢেকে গেছে পুরো শহর। দক্ষিণাঞ্চলে চার শতাধিক বাড়ি ও ভবন ধ্বংস হয়ে গেছে। সেখানে ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করছে। অস্ট্রেলিয়ার বিভিন্ন অংশে কয়েক ডজন দাবানল জ্বলছে। এর মধ্যে ব্লু মাউন্টেইনসের দাবানলের সূত্রপাত ঘটে বজ্রপাত থেকে। অস্ট্রেলিয়ার ইতিহাসে সবচেয়ে বড় দাবানলে রূপ নিয়েছে এটি। ইতিমধ্যে লন্ডন শহরের তিনগুণ সমপরিমাণ এলাকা পুড়ে গেছে এর আগ্রাসনে। টাইমস, রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।