Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাংলাদেশের বিরুদ্ধে আইসিসিকে ব্যবস্থা নিতে বললেন আজহার

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৪ ডিসেম্বর, ২০১৯, ৪:২১ পিএম

পাকিস্তানের মাটিতে তিন ম্যাচ টি-টোয়েন্টি আর দুই ম্যাচ টেস্ট সিরিজ খেলার কথা থাকলেও বাংলাদেশ ক্রিকেট বোর্ড চাইছে কেবল টি-টোয়েন্টি খেলতে আর টেস্ট সিরিজ খেলতে চায় নিরপেক্ষ ভেন্যুতে। আর এতেই ক্ষীপ্ত পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও ক্রিকেটাররা। প্রথমে পিসিবির সভাপতি এহসান মানি এরপর প্রধান কোচ মিসবাহ উল হক এবং শেষে এই তালিকায় যোগ দিলেন টেস্ট দলের অধিনায়ক আজাহার আলী।
গতকাল সোমবার পিসিবির সভাপতি এহসান মানি জানিয়েছেন,’পাকিস্তান দেশের বাইরে আর কোনো সিরিজ খেলবে না। কেউ যদি পাকিস্তানের সঙ্গে খেলতে চায় তাহলে অবশ্যই দেশের মাটিতে এসে খেলতে হবে।‘
পিসিবি’র প্রধান আর প্রধান কোচের পর এবার পাকিস্তান টেস্ট দলের অধিনায়কও বেশ ক্ষুদ্ধ হয়েছেন বাংলাদেশের ওপর। আর শেষ পর্যন্ত তিনি আইসিসি’র দ্বারস্ত হওয়ার কথা বলেছেন। আজাহার আলী বলেন, ‘আমি নিশ্চিত বাংলাদেশের সঙ্গে এই বিষয়টি দেখছে পিসিবি। কিন্তু বাংলাদেশের পাকিস্তান সফর করতে না চাওয়ার কারণ আমি বুঝতে পারছি না।‘
আর এরপরেই ক্ষুদ্ধ পাকিস্তানি অধিনায়ক আজাহার বলেন, ‘আমরা টেস্ট খেলার সুযোগ খুব বেশি পাই না, আমার ধারনা বাংলাদেশও সেভাবে টেস্ট খেলার সুযোগ পায় না। তাই আমাদের একে অপরকে সহযোগিতা করা দরকার। আর তাই আমি আইসিসিকে বলবো ব্যবস্থা নিতে, কারণ বাংলাদেশের পাকিস্তানে না আসার কোনো কারণ নেই। সব কিছু চলছে দারুণভাবে।‘
প্রসঙ্গত, ২০১৯ সালে দীর্ঘ দশ বছর পর পাকিস্তানে ফিরেছে টেস্ট ক্রিকেট। ২০০৯ সালে শ্রীলঙ্কা দলের টিম বাসে সন্ত্রাসী হামলার পর সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেট বন্ধ থাকে সেখানে। এরপর পরিস্থিতি কিছুটা পাল্টে যাওয়ায় ধীরে ধীরে পাকিস্তান সফর করেছে অনেকেই। সেই শ্রীলঙ্কাই সেখানে সফর করেছে বেশ কয়েকবার।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ