নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
তিন ম্যাচ ওয়ানডে সিরিজ খেলতে আগামী বছরের (২০২০) মে মাসে আয়ারল্যান্ড সফরে যাবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সফরে একটি টেস্ট থাকার কথা থাকলেও আর্থিক কারণে সেটি বাতিল করার ঘোষণা দিয়েছে আয়ারল্যান্ড ক্রিকেট। এছাড়া টি-টোয়েন্টি ফরম্যাটের হোম সিরিজটি আইরিশরা ঘরের মাঠে খেলবে না। নিরপেক্ষ ভেন্যুর ভাবনায় রয়েছে ইংল্যান্ড। ইংলিশদের যে কোনো একটি ভেন্যুতে আয়ারল্যান্ড-বাংলাদেশ টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
টেস্ট ম্যাচ বাতিল হওয়ায় টি-টোয়েন্টি সিরিজে যুক্ত হচ্ছে আরও একটি ম্যাচ। যেখানে সিরিজে থাকবে চারটি টি-টোয়েন্টি ম্যাচ। চারটি ম্যাচই অনুষ্ঠিত হবে ইংল্যান্ডে। তবে এখনো সংক্ষিপ্ত ফরম্যাটের সময় চূড়ান্ত হয়নি।
উল্লেখ্য, এ পর্যন্ত বাংলাদেশ আইরিশদের বিপক্ষে ১০টি এক দিনের ম্যাচ খেলেছে। যেখানে ৭টিতেই জিতেছে টাইগাররা এবং হেরেছে দুটি ম্যাচে। আর এক ম্যাচের ফল হয়নি।
২০২০ এর বাংলাদেশ-আয়ারল্যান্ড ওয়ানডে সিরিজের সূচি- (সকল ম্যাচ অনুষ্ঠিত হবে স্টরমন্ট স্টেডিয়ামে)
প্রথম ওয়ানডে – ১৪ মে
দ্বিতীয় ওয়ানডে – ১৬ মে
তৃতীয় ওয়ানডে – ১৯ মে
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।