Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

থানায় সেবা ছাউনি

চট্টগ্রাম ব্যুরো : | প্রকাশের সময় : ২৪ ডিসেম্বর, ২০১৯, ১২:০০ এএম

এবার থানা প্রাঙ্গণে নির্মাণ করা হলো সেবা ছাউনি। নগরীর কোতোয়ালী থানায় সেবা নিতে আসা লোকজনের জন্য নির্মাণ করা হয় এ ছাউনি। গতকাল সোমবার এ সেবা ছাউনি উদ্বোধন করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার মো. মাহাবুবর রহমান। তিনি বলেন, আমরা চাই থানা হোক জনবান্ধব। সাধারণ মানুষ যাতে নির্বিঘেœ থানায় এসে সেবা নিতে পারেন। থানায় একটি সুন্দর পরিবেশ তৈরি করতে চাই আমরা। সেবা ছাউনির মাধ্যমে থানায় আগত মানুষ উপকৃত হবেন।
অনুষ্ঠানে ইউসিবি ব্যাংকের ইসি কমিটির চেয়ারম্যান আনিসুজ্জামান চৌধুরী রনি, সিএমপির অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) এসএম মোস্তাক আহমদ খান, উপ-কমিশনার (সদর) আমির জাফর, উপ-কমিশনার (দক্ষিণ) এসএম মেহেদী হাসানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে থানা প্রাঙ্গণে সুধী সমাবেশে বক্তব্য রাখেন পুলিশ কমিশনার। অনুষ্ঠানে সিএমপির এডিসি (দক্ষিণ) শাহ মুহাম্মদ আবদুর রউফ, সিনিয়র এসি (কোতোয়ালী জোন) নোবেল চাকমা, ওসি মোহাম্মদ মহসীন উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সেবা ছাউনি

২৪ ডিসেম্বর, ২০১৯
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ