Inqilab Logo

বুধবার, ২৯ মে ২০২৪, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ২০ জিলক্বদ ১৪৪৫ হিজরী

জিয়াউল হক মাইজভাণ্ডারীর খোশরোজ কাল

চট্টগ্রাম ব্যুরো : | প্রকাশের সময় : ২৪ ডিসেম্বর, ২০১৯, ১২:০০ এএম

শাহানশাহ সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারীর ৯১তম খোশরোজ আগামীকাল বুধবার গাউসুল আযম মাইজভাণ্ডারী গাউসিয়া হক মনজিলে ব্যাপক কর্মসূচির মধ্যদিয়ে অনুষ্ঠিত হবে। বাদে ফজর মাজারে গিলাফ চড়ানোর মাধ্যমে খোশরোজের কর্মসূচি শুরু হবে। অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে খতমে কোরআন, জীবনী আলোচনা, জিকির-আজকার, মিলাদ মাহফিল এবং রাত ১০টায় কেন্দ্রীয় মাহফিল।
এদিকে খোশরোজ উপলক্ষে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আশেক-ভক্তের উপস্থিতিতে মাইজভাণ্ডার দরবার মুখরিত হয়ে উঠেছে। ভক্ত আশেকদের অবস্থানের জন্য দরবারের বিশাল এলাকায় প্যান্ডেল ও আলোকসজ্জার ব্যবস্থা করা হয়েছে। চট্টগ্রামসহ বিভিন্ন স্থানের গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে তোরণ ও ফেস্টুন দিয়ে সাজসজ্জা করা হয়েছে। জিয়াউল হক মাইজভাণ্ডারী ট্রাস্টের উদ্যোগে নগরীর মুরাদপুর থেকে বিআরটিসির বিশেষ বাস সার্ভিসের ব্যবস্থা করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: খোশরোজ কাল
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ