রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
জেলা পর্যায়ে ইএএলজি প্রকল্পের আওতায় বার্ষিক সমন্বয় সভা গতকাল সোমবার নেত্রকোনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। কার্যকর ও জবাবদিহিমূলক স্থানীয় সরকার (ইএএলজি) প্রকল্পের সহযোগিতায় নেত্রকোনা জেলা প্রশাসন এ সভার আয়োজন করে।
নেত্রকোনার জেলা প্রশাসক মঈন উল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সরকার ময়মনসিংহ বিভাগের পরিচালক (উপ-সচিব) মো. আব্দুল আলীম । সভায় মূল বক্তব্য উপস্থাপন করেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক জিয়া আহমেদ সুমন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইটি) আব্দুল্লাহ আল মাহমুদ, এলজিএসপি প্রকল্পের জেলা ফ্যাসিলিটর মাসুদ কবীর, ইএএলজি প্রকল্পের জেলা ফ্যাসিলিটর মো. আব্দুর রাজ্জাক। সভায় জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা ছাড়াও প্রকল্প এলাকার উপজেলা পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগণ, প্রমুখ উপস্থিত ছিলেন। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, এ কর্মসূচির আওতায় উপজেলার ৩শ’ ৪০ জন কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়। এদের মধ্যে ১শ’ ৩০ জন ভুট্টা চাষির মধ্যে বিঘা প্রতি কেজি হাইব্রীড কহিনুর বীজ, ২০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার, ২০ জন চিনাবাদাম চাষিকে বিঘা প্রতি ১ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার, ১শতজন সূর্য্যমূখী চাষিকে বিঘা প্রতি দেড় কেজি হাইসান বীজ, ডিএপি ২০ কেজি, এমওপি সার ১০ কেজি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।