Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মান নিয়ে প্রশ্ন : ১৩ কোম্পানির নানা পণ্যের লাইসেন্স বাতিল

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ২৩ ডিসেম্বর, ২০১৯, ৭:৪৬ পিএম

পণ্যের মান খারাপ হওয়ায় আকিজ ফুড, ইফাদ সল্টসহ ১৩টি কোম্পানির বিভিন্ন পণ্যের লাইসেন্স বাতিল করেছে রাষ্ট্রীয় মান নির্ধারক সংস্থা বিএসটিআই। সোমবার (২৩ ডিসেম্বর) বিএসটিআইর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব পণ্যের বিপণন, উৎপাদন, বিজ্ঞাপন নিষিদ্ধের কথা জানানো হয়।

পণ্যগুলো হচ্ছে- আকিজ ফুড অ্যান্ড বেভারেজের ‘ফার্ম ফ্রেশ’ ব্র্যান্ডের ঘি, শক্তি এডিবলের ফর্টিফাইড সয়াবিন তেল, এ কে খান ফুড অ্যান্ড বেভারেজের ফর্টিফাইড সয়াবিন তেল, বিসমিল্লাহ সল্ট ফ্যাক্টরির ‘উট’ ব্র্যান্ডের আয়োডিনযুক্ত লবণ, জনতা সল্ট মিলের আয়োডিনযুক্ত লবণ, জে কে ফুড প্রোডাক্টের লাচ্ছা সেমাই, মডার্ণ কসমেটিকস অ্যান্ড হারবালের স্কিন ক্রিম, জি এম কেমিক্যাল ওয়ার্কসের স্কিন ক্রিম, নিউ চট্টলার ঘি, রেভেন ফুড কোম্পানির লাচ্ছা সেমাই, খাজানা মিঠাইয়ের লাচ্ছা সেমাই, ঘি ও চানাচুর, প্রমি এগ্রো ফুডের হলুদের গুঁড়া এবং ইফাদ সল্ট অ্যান্ড কেমিক্যালের ইফাদ ব্র্যান্ডের আয়োডিনযুক্ত লবণ।

বিএসটিআইএর সার্টিফিকেশন মার্কেস (সিএম) বিভাগের পরিচালক সাজ্জাদুল বারী বলেন, সাম্প্রতিক সময়ে গোপনে অভিযান চালিয়ে বাজার থেকে এসব পণ্য সংগ্রহ করে মান খারাপ পাওয়া যায়। বিষয়টি সংশ্লিষ্ট কোম্পানিগুলোকে জানিয়ে চিঠি দেওয়া হয়। পরে আবার তাদের কারখানা থেকেও পণ্যের নমুনা সংগ্রহ করে একই ধরনের সমস্যা পাওয়া যায়। এর পরই তাদের লাইসেন্স বাতিলের বিষয়টি গণমাধ্যমকে জানানো হল।

এখন নতুন করে পণ্যের মানোন্নয়ন করে লাইন্সে নেওয়া আগ পর্যন্ত এসব পণ্যের উৎপাদন, বিপণন ও সংরক্ষণ বন্ধ রাখতে কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি।

এদিকে আকিজ ফুড অ্যান্ড বেভারেজের কোয়ালিটি কন্ট্রোল বিভাগের কর্মকর্তা এমএম ইকবাল বলেন, যতদূর জানতে পেরেছি, উনারা (বিএসটিআই) ভুলবশত আমাদের নামটা দিয়েছে। আমাদের পণ্যের মানও ঠিক আছে, আমাদের ভ্যালিড লাইসেন্সও রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: লাইসেন্স বাতিল


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ