পুনরায় যমুনা ব্যাংকের এমডি হলেন মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদ
যমুনা ব্যাংক লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হিসেবে আরও ৫ বছরের জন্য পুনরায় নিয়োগ পেয়েছেন মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদ। বাংলাদেশ ব্যাংক তাকে পুনঃনিয়োগের অনুমোদন দিয়েছে।
কর্পোরেট ডেস্ক ঃ বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় মুদ্রা লেনদেনকারী প্রতিষ্ঠান ফিলরেমসহ আরো দুটি প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল করেছে ফিলিপিন্স সরকার। ফিলিপিন্সের কেন্দ্রীয় ব্যাংক বিএসপির মুদ্রানীতি বোর্ড থেকে ফিলরেম সার্ভিস কর্পোরেশনসহ ওয়েরকুইক ইঙ্ক এবং পেসো রেমিটেন্স এক্সপ্রেস ইঙ্কের লাইসেন্স বাতিল ঘোষণা করা হয়েছে। এর আগে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে চুরি হওয়া ৮ কোটি ১০ লাখ ডলার মুদ্রা লেনদেনকারী প্রতিষ্ঠান ফিলরেমে পেসোতে রূপান্তর হয়ে ক্যাসিনোয় স্থানান্তরের প্রমাণ পায় ফিলিপিন্সের অ্যান্টি মানি লন্ডারিং কাউন্সিল। এরমধ্য দিয়ে ফিলরেমের পাশাপাশি ওয়েরকুইক এবং পেসো রেমিটেন্স এখন থেকে আর বৈদেশিক মুদ্রা লেনদেনের কার্যক্রম পরিচালনা করতে পারবে না। রিজার্ভ চুরির ঘটনা তদন্তে দেশটির অ্যান্টি মানি লন্ডারিং কাউন্সিল এবং ডিপার্টমেন্ট অব জাস্টিসের সাথে কাজ করছে বিএসপি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।