Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নাসিম শাহর বিশ্বরেকর্ড

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৩ ডিসেম্বর, ২০১৯, ৪:০৮ পিএম

ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে শেষ দিনে দুই উইকেট শিকার করেন পাকিস্তানি পেসার মোহাম্মদ নাসিম শাহ। এতে লঙ্কানদের ২১২ রানে অলআউট করে পাকিস্তান। আর ইনিংসে ১২ ওভার ৫ বলে ৩১ রানে ৫ উইকেট নেন তরুণ ডানহাতি পেসার।
আগের দিন তিন উইকেট নেওয়া নাসিম শাহ ম্যাচের পঞ্চম দিনে শিকার করেন আরও দুই উইকেট। শ্রীলঙ্কা এদিন নাসিম শাহের বোলিং তোপে স্কোরবোর্ডে কোনো রান যোগ করতে পারেনি। মাত্র ১৬ বল মোকাবিলা করে ১৪ মিনিট ব্যাটিং করতেই অলআউট হয়ে যায় সফরকারীরা।

এতে পেসার হিসেবে সবচেয়ে কম বয়সে ৫ উইকেট নেওয়ার রেকর্ড গড়েন তিনি। নিজের ১৬ বছর ৩০৭ দিনে নাসিম শাহ কনিষ্ঠতম ফাস্ট বোলার হিসাবে টেস্টে এক ইনিংসে ৫ উইকেট নিয়েছেন। এর আগে এই রেকর্ড ছিল স্বদেশি মোহাম্মদ আমিরের (১৭ বছর ২৫৭ দিন)। তবে সবমিলিয়ে দ্বিতীয় কনিষ্ঠ বোলার হিসেবে ৫ উইকেট শিকারে করেন নাসিম। ১৯৫৮ সালে উইন্ডিজ সফরে বাঁহাতি স্পিনার নাসিম উল ঘানি ১৬ বছর ৩০৩ দিনে পাঁচ উইকেট শিকার করেন।

সর্বকনিষ্ঠ পাঁচ উইকেট নেওয়া সেরা পাঁচ বোলারের তালিকাতে আছেন দুই বাংলাদেশি ক্রিকেটারও। তালিকায় চারে আছেন নাইম হাসান (১৭ বছর ৩৫৫ দিনে) ও পাঁচে আছেন এনামুল হক জুনিয়র(১৮ বছর ৩২ দিন)।

সবচেয়ে কম বয়সে ৫ উইকেট নেওয়া পাঁচ বোলার :
নাসিম উল গনি (পাকিস্তান)- ১৬ বছর ৩০৩ দিন
নাসিম শাহ (পাকিস্তান)- ১৬ বছর ৩০৭ দিন
মোহাম্মদ আমির (পাকিস্তান)- ১৭ বছর ২৫৭ দিন
নাইম হাসান (বাংলাদেশ)- ১৭ বছর ৩৫৫ দিন
এনামুল হক জুনিয়র (বাংলাদেশ)- ১৮ বছর ৩২ দিন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ