Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাংলাদেশের ওপর চটেছেন মিসবাহ

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৩ ডিসেম্বর, ২০১৯, ৪:০৪ পিএম

দুটি টেস্ট ও তিনটি টি-টুয়েন্টি ম্যাচ খেলতে আগামী বছরের জানুয়ারিতে পাকিস্তান সফরে যাওয়ার কথা বাংলাদেশের। কিন্তু নিরাপত্তাজনিত কারণে পাকিস্তানের মাটিতে পুরো সিরিজ খেলায় রাজি নয় বিসিবি। কেবল তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলার ব্যাপারে ইতিবাচক। টেস্ট ম্যাচ দুটি নিরপেক্ষ ভেন্যুতে খেলার আগ্রহের কথা জানিয়ে এরই মধ্যে পিসিবির কাছে চিঠি পাঠিয়েছে তারা।
বিসিবি ইতোমধ্যে পরিষ্কার জানিয়ে দিয়েছে যে বাংলাদেশ দল নিরাপত্তাজনিত কারণে পাকিস্তানে বেশিদিন অবস্থান করতে চায় না। বিসিবির নিরাপত্তা পর্যবেক্ষক দলও দেশটিতে বেশি সময় অবস্থান না করার পরামর্শ দিয়েছে। তাই যেকোনো একটি সিরিজ খেলতে পাকিস্তানে যাবে বাংলাদেশ এবং অবশ্যই সেটা হতে হবে একই ভেন্যুতে। তবে বাংলাদেশের এই জবাবে ক্ষেপেছেন পাকিস্তানের কোচ ও প্রধান নির্বাচক মিসবাহ উল হক। তিনি বাংলাদেশের যুক্তিকে রীতিমতো খোঁড়া যুক্তি বলে আখ্যা দিয়েছেন।
তিনি বলেন, ‘আমি তাদের রাজি না হওয়ার কারণ বুঝতে পারছি না। তারা টি-টুয়েন্টি খেলতে আসবে কিন্তু টেস্ট খেলতে আসবে না, এর কোনো যুক্তি নেই। পাকিস্তানের প্রতি এটা অবিচার।’ তিনি আরও বলেন, ‘আমার কেবল মনে হচ্ছে তারা একটা খোঁড়া যুক্তি দাঁড় করিয়েছে। এমনটা হলে সেটি পাকিস্তানের প্রতি চরম অবিচার হবে; যখন এখানে অন্য দলগুলো এসে সমস্যা ছাড়াই খেলে যাচ্ছে।’
মিসবাহ মনে করেন, নিজ দেশে টেস্ট না খেলে পাকিস্তান ইতোমধ্যে অনেক ক্ষতির সম্মুখীন হয়েছে। আর বাংলাদেশ যদি না আসে তবে পাকিস্তানের পরবর্তী টেস্ট সিরিজ খেলতে হবে ইংল্যান্ডের বিপক্ষে ২০২০ সালের গ্রীষ্মে। ‘আমাদের ক্রিকেটাররা খেলার সুযোগই না পেলে কীভাবে আমরা তাদের পারফরম্যান্স বিচার করব। টানা চার-পাঁচ মাস একটি নির্দিষ্ট ফরম্যাটে খেলা না থাকলে ক্রিকেটাররা কীভাবে পারফর্ম করবে।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ