Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

স্বামীর লাথির আঘাতে মৃত্যু

সিরাজগঞ্জ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৩ ডিসেম্বর, ২০১৯, ১:২৮ পিএম

সিরাজগঞ্জের এনায়েতপুরে স্বামীর লাথির আঘাতে খাদিজা খাতুন (৩২) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। সোমবার সকালে নিহতের লাশ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।

এর আগে রোববার রাতে শাহজাদপুর উপজেলার খুকনী গ্রামে এই ঘটনা ঘটে। ঘটনার পর থেকে স্বামী আব্দুল্লাহ শেখ পলাতক রয়েছেন।

এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা মাসুদ পারভেজ জানান, নিহত খাদিজা খাতুনের স্বামী বিদেশে থাকতেন। কয়েকদিন হলো তিনি দেশে ফিরেছেন। দেশে ফেরার পর থেকে তাদের (স্বামী স্ত্রী) মধ্যে বিরোধ চলছিলো।
এই বিরোধের জেরে রোববার রাতে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে স্বামী আব্দুল্লাহ শেখ স্ত্রী খাদিজাকে এলোপাতাড়ি কিলঘুষি ও লাথি মারে। এক পর্যায়ে তিনি জ্ঞান হারিয়ে ফেললে পরিবারের লোকজন তাকে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিক‌্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসে। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে রাতেই পুলিশ খাদিজার লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: লাথির আঘাতে
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ