বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সমাজ সেবার নামে দেশে প্রথমবারের মতো যাত্রা শুরু করা বিতর্কিত ‘হিউম্যান মিল্ক ব্যাংক’ এর বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদের ঝড় চলছে। মায়ের বুকের দুধ সংরক্ষণের এ ব্যাংকটির কার্যক্রম সম্পূর্ণ ঈমান বিধ্বংসী ও শরীআহ বিরোধী কাজ উল্লেখ করে এটি বন্ধের জোর দাবি উঠেছে নেট দুনিয়ায়। অবিলম্বে ব্যাংকটির কার্যক্রম বন্ধে সরকারকে দ্রুত পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়ে ফেইসবুকে স্ট্যাটাস ঝড় তুলেছেন ধর্মপ্রাণ মুসলিমরা।
হিউম্যান মিল্ক ব্যাংকের উদ্যোগটি ঢাকা জেলার মাতুয়াইলের শিশু-মাতৃস্বাস্থ্য ইনস্টিটিউটের (আইসিএমএইচ) নবজাতক পরিচর্যা কেন্দ্র (স্ক্যানো) এবং নবজাতক আইসিইউ (এনআইসিইউ)-এর নিজস্ব উদ্যোগ। বেসরকারি আর্থিক সহায়তায় ব্যাংকটি স্থাপন করা হয়েছে বলে জানা যায়।
ফেইসবুকে আহসানুল আজিম শাহ লিখেছেন, ‘‘এই পদ্ধতি ইসলাম অনুমোদন করে না। বরং যে সব মায়েরা অন্য বাচ্চাকে বুকের দুধ খাওয়াতে চায় তারা সেই বাচ্চার দুধ মাতা হিসেবে পরিচয় দিয়ে দুধ খাওয়াতে পারে। কারণ দুধ ভাই এবং দুধ বোনকে বিয়ে করা ইসলামে হারাম।’’
শামিম খান প্রতিবাদ জানিয়ে লিখেছেন, ‘‘৯০% মুসলিম জনসংখ্যার দেশে ইসলাম বিরোধী কাজ করার মতো সাহস কিভাবে পায় তারা। অনতিবিলম্বে এই কার্যক্রম বন্ধ করতে হবে, বন্ধ না করা হলে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।’’
‘‘কত বড় হারাম ঘটনা ঘটতে চলেছে! নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। প্লিজ সবাই সোচ্চার হোন। এই চক্রান্তের বিরুদ্ধে মুসলিম ভাই-বোনদের সতর্ক করুন’’ এই আহ্বান জানিয়েছেন মোহাম্মাদ সারওয়ার আলম।
জাহিদ জামান লিখেছেন, ‘‘মুসলিম ধর্মে দুগ্ধপানের মাধ্যমে দুধসম্পর্ক সৃষ্টি হয়। যা পরবর্তীতে বৈবাহিক সম্পর্কের ক্ষেত্রে বিশেষ লক্ষণীয়। তাই এটার মাধ্যমে সামাজিক বৈবাহিক সম্পর্কের ক্ষেত্রে সমস্যা সৃষ্টি হবে। আর এমন ব্যাংক বানানোর বিশেষ প্রয়োজনও সমাজে নাই। তাই না করাটাই সবদিক দিয়ে কল্যাণকর।’’
তাহেরা জান্নাত লিখেছেন, ‘‘এটা হারাম ও কবিরা গুনাহ। কারণ, কোন বাচ্চা কারও দুধ পান করলে, সে তার দুধমা হয়ে যায়। আর নিজের রক্তের যে সব নারীকে বিবাহ করা হারাম, দুধপান সম্পর্কীয় সেসব নারীকেও বিবাহ করা হারাম। এভাবে অনির্দিষ্ট কাউকে দুধ দেয়া হলে সেই হুরমাত যাচাই করা সম্ভব হবেনা। ফলে যে কোনো মুহুর্তে দুধ ভাই বোন বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারে।
‘‘যে মহিলা গুলো নিজের বুকের দুধ সন্তানকে খাওয়ায় না ওই সমস্ত মহিলাগুলো বেশি বৃদ্ধাশ্রমের থাকে। আমাদের মুসলমানদের নিয়ম আছে আমাদের মুসলমানদের নিয়ম হচ্ছে কোন মহিলা যদি কোন সন্তানকে বুকের দুধ খাওয়ায় ওই মহিলার সম্মান ও শিশুটির কাছে তার মায়ের মতো। তাই অবশ্যই শিশুদের জানা উচিত ওই মহিলাটিকে যে তাকে দুগ্ধপান করিয়েছে’’ মন্তব্য শামসুল ইসলামের।
রেদওয়ান হুসাইন মঞ্জু লিখেছেন, ‘‘হিউম্যান মিল্ক ব্যাংকের মাধ্যমে বহু অজানা দুধ ভাই বোন হবে, যাদের মধ্যে বিয়ে হারাম। অজ্ঞাতেই বহু হারাম বিবাহ হওয়ার আশঙ্কা থাকবে। সুতরাং হিউম্যান মিল্ক ব্যাংক একটি হারাম ও শরীআহ বিরোধী কার্যক্রম শুরু করতে চাচ্ছে।
আবিদ খান জয় লিখেছেন, ‘‘নিজের মা-বোন একজনের কাছে যেমন দুধ মা আর দুধ বোন ও তেমন সম্মানের। শরীয়ত মতে ভাই বোনের মতই এদের সম্পর্ক। এদের মাঝে অবশ্যই অন্তত পরিচয় থাকা উচিত। তাই এই সব আবাল কাজ থেকে বিরত থাকতে হবে আমাদেরকে।’’
হারিসুল আলম লিখেছেন, ‘‘মুসলমানদের উচিত হবে এসব বর্জন করা। মায়ের দুধ ছাড়াও হাজার হাজার শিশু বিকল্প খাদ্য খেয়ে বেঁচে আছে। একান্তই যদি প্রয়োজন হয় তাহলে সুনির্দিষ্ট দুধ মাতাই সবচেয়ে ভাল সমাধান। এতে দাতা ও গ্রহিতার মাঝে একটা আত্মিক সম্পর্কও গড়ে উঠে।‘’
‘‘আমরা এ ব্যংকের সাথে নিজেরাও কোন সম্পর্ক রাখবোনা নিজের আত্মীয় স্বজনকেও এর থেকে সতর্ক করে দিব তাহলে এ হারামপন্থা এমনিতেই বন্ধ হয়ে যাবে। ইনশা’আল্লাহ’’ রোলকমান সায়িদ।
মো. সৈকত লিখেছেন, ‘‘হিউম্যান ব্যাংকের এমডি, মালিককে দ্রুত আইনের আওতায় আনার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।অবিলম্বে এই ব্যাংক বাংলাদেশ থেকে উচ্ছেদের জন্য জোর দাবি জানাচ্ছি।’’
সোহেল রানা লিখেছেন, ‘‘আমাদের সমাজে বিশেষ করে মহিলাদের ধর্মীয়শিক্ষা না থাকার কারণে বিপদজনক পথে হাটতে শুরু করছে, তারই অংশের বহিঃপ্রকাশ মাত্র।’’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।