Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বগুড়া র‌্যাব অভিযানে ১৬ অশ্লীল ছবি ব্যবসায়ী গ্রেফতার

বগুড়া ব্যুরো : | প্রকাশের সময় : ২৩ ডিসেম্বর, ২০১৯, ১২:০০ এএম

র‌্যাব-১২ বগুড়া ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারি পুলিশ সুপার মো. রওশন আলীর নেতৃত্বে একটি আভিযানিক দল রোববার দুপুরে বগুড়ার সপ্তপদী মার্কেটে অভিযান পরিচালনা করে ৪৮টি কম্পিউটার হার্ডডিক্স, ১৬টি মোবাইল, এবং ৩০টি সীমসহ অশ্লীল ছবি সংরক্ষণ ও ক্রয় বিক্রয়ের অভিযোগে ১৬ জনকে গ্রেফতার করেছে ।
এরা হল শাজাহানপুর উপজেলার শাবরুল গ্রামের মো. আরিফুল ইসলাম (২০), গাবতলীর চকবোঁচাই গ্রামের মো. মোস্তাফিজার রহমান (২৫), বগুড়া সদরের সাবগ্রামের মো. আব্দুল ওয়াহাব (২১), চাঁদন হরিপুর গ্রামের মো. রাসেল হোসেন ও মো. রাকিব হোসেন (২০), এবং মো. সামিউল ইসলাম (১৯), গাবতলীর বালুয়াহাটা গ্রামের মো. সাদেকুর রহমান (২০), নন্দীগ্রাম বিজরুলের মো. মোসাদ্দিকুর রহমান মানিক (২৬), শাজাহানপুর উপজেলার মালিগাছা গ্রামের মো. রিপন প্রামানিক (২০), বগুড়া সদরের নামুজা কামারপাড়া গ্রামের মো. এনামুল হক (২৩), রাশেদ হোসেন (২), পিতা-মো. কাজল মিয়া, সাং-কান্দার থানা ও জেলা-বগুড়া, শাজাহানপুর উপজেলার জালশুকা গ্রামের মো. নুর আলম (২১), বড় টেংরা গ্রামের মো. সোহাগ ইসলাম (১৯), নওগাঁর পত্নীতলা উপজেলার মো. বাপ্পী হোসেন (২১), গাবতলীর টিউরপাড়া গ্রামের মো. জিহাদ হোসেন (২০) এবং একই উপজেলার কদমতলী গ্রামের মো. মেহেদী হাসান (২৮) ।
আটকরা দীর্ঘদিন যাবৎ অশ্লীল ছবি সংরক্ষণ ও ক্রয় বিক্রয় করে আসছিল স্বীকার করেছে । তাদের বিরুদ্ধে পর্নোগ্রাফি সংরক্ষন ও ক্রয় বিক্রয়ের অভিযোগে মামলা করা হবে বলে জানা গেছে ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্রেফতার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ