Inqilab Logo

রোববার, ০৯ জুন ২০২৪, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ০২ যিলহজ ১৪৪৫ হিজরী

চীন-রাশিয়ার ভেটো নিন্দা যুক্তরাষ্ট্রের

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৩ ডিসেম্বর, ২০১৯, ১২:০০ এএম

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সিরিয়া বিষয়ক একটি প্রস্তাবে ভেটো দিয়েছে রাশিয়া ও চীন। আর এ ঘটনাকে ‘লজ্জাজনক’ বলে নিন্দা জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। সিরিয়া সরকারের অনুমতি না নিয়েই দেশটিতে কথিত মানবিক ত্রাণ পাঠানোর লক্ষ্যে শনিবার নিরাপত্তা পরিষদে যৌথভাবে একটি প্রস্তাবের খসড়া উত্থাপন করে বেলজিয়াম, জার্মানি ও কুয়েত। কিন্তু পরিষদের দুই স্থায়ী সদস্য দেশ চীন ও রাশিয়ার ভেটোর মুখে প্রস্তাবটি পাস হতে পারেনি। প্রস্তাবের খসড়ায় বলা হয়েছিল, আন্তর্জাতিক সমাজের পক্ষ থেকে তুরস্কের দু’টি এবং ইরাকের একটি সীমান্ত ক্রসিং দিয়ে সিরিয়ায় কথিত ত্রাণ পাঠানো হবে। তবে এ কাজের জন্য দামেস্কের অনুমতি নেয়া হবে না। প্রস্তাবটির ওপর নিরাপত্তা পরিষদে ভোটাভুটির আগে চীন ও রাশিয়া জানায়, সিরিয়ার মানবিক পরিস্থিতির অপব্যবহার করে দেশটির সার্বভৌমত্বকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শনের জন্য এ প্রস্তাব আনা হয়েছে। এখন পর্যন্ত পশ্চিমা দেশগুলো অসংখ্যবার সিরিয়ায় মানবিক ত্রাণের ছদ্মাবরণে দেশটিতে তৎপর সন্ত্রাসীদের জন্য অস্ত্র ও রসদ পাঠিয়েছে। পার্সটুডে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ