Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আফগানিস্তানে গনির জয়লাভ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৩ ডিসেম্বর, ২০১৯, ১২:০১ এএম

আফগানিস্তানে সেপ্টেম্বরের নির্বাচনে ক্ষমতাসীন প্রেসিডেন্ট আশরাফ গনি ৫০ শতাংশের চেয়ে সামান্য বেশি ভোট পেয়ে জয়ী হয়েছেন বলে নির্বাচন কমিশন ঘোষিত প্রাথমিক ফলাফলে জানানো হয়েছে। নির্বাচনের প্রায় তিন মাস পর রোববার এ প্রাথমিক ফল প্রকাশিত হয় বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। স্বতন্ত্র নির্বাচন কমিশনের (আইইসি) দেয়া এ ফলে ১৯ লাখ বৈধ ভোটের মধ্যে ঘানি ৫০ দশমিক ৬৪ শতাংশ পেয়ে বিজয়ী হয়েছেন বলে দেখা যাচ্ছে। নিকটতম প্রার্থী আব্দুল্লাহ আব্দুল্লাহর বাক্সে গেছে ৩৯ দশমিক ৫২ শতাংশ ভোট। রোববার আইইসির প্রধান হাওয়া আলম নুরিস্তানি কাবুলে এক সংবাদ সম্মেলনে জানান, ইলেকশন কমপ্লেইনস কমিশনের পর্যালোচনার পরই ভোটের এ প্রাথমিক ফল চ‚ড়ান্ত হবে। চ‚ড়ান্ত ফলে ভোটের এই হার বদলেও যেতে পারে। নিয়ম অনুযায়ী, কমিশনের পর্যালোচনায় ঘানির ভোট ৫০ শতাংশের কম হলে এবং কোনো প্রার্থীই ৫০ শতাংশের বেশি ভোট অর্জন করতে না পারলে প্রেসিডেন্ট বেছে নিতে দ্বিতীয় দফা ভোট করতে হবে। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ