নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
আলাভেসকে নিজেদের মাঠ ন্যু ক্যাম্পে হারানোর ম্যাচে গোল পেয়েছিলেন বার্সেলোনার আক্রমণভাগের ত্রয়ী - মেসি, গ্রিজমান ও সুয়ারেজ। তা দেখেই কী না, উদ্বুদ্ধ হলেন পিএসজির আক্রমণভাগের তিন রতœ। নিজেদের তিন তারকা ফরোয়ার্ডের নৈপুণ্যে লিগ ওয়ানে আমিয়েঁর বিপক্ষে বড় ব্যবধানে জয় দিয়ে বছর শেষ করল পিএসজি। ঘরের মাঠে গত রাতে ৪-১ গোলে জিতেছেন নেইমাররা। ফরাসি লিগে পিএসজির টানা ষষ্ঠ জয় এটা। একই ব্যবধানে আলাভেসের বিপক্ষে জয় পেয়েছে বার্সাও।
প্রথম থেকে দুর্বল আমিয়েঁর ওপর ছড়ি ঘুরিয়েছে পিএসজি। দশ মিনিটে স্বাগতিকদের প্রথম গোল এনে দেন এমবাপ্পে। এক গোলের অগ্রগামিতা নিয়েই প্রথমার্ধ শেষ করে পিএসজি। দ্বিতীয়ার্ধের শুরুতেই নিজের নামের পাশে গোল লিখে নেন ব্রাজিল তারকা নেইমার। লিগে এই মৌসুমে এটি তার সপ্তম গোল। এরপর নিজের দ্বিতীয় গোল তুলে নেন এমবাপ্পে। এই মৌসুমে লিগে এই নিয়ে তার গোল হয়ে গেল দশটি। অবশ্য এর পাঁচ মিনিট পরই একটি গোল শোধ করে আমিয়েঁ। গোল করে ব্যবধান কমান কলম্বিয়ার স্ট্রাইকার স্টিভেন মেন্দোজা। পিএসজির দুই তারকা গোল পেলেও, গোল পাচ্ছিলেন না ইকার্দি। ৮৪ মিনিটে সেটাও হয়ে গেল। এই জয় নিয়ে পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে থাকা অলিম্পিক মার্শেইয়ের চেয়ে সাত পয়েন্টের অগ্রগামিতা ধরে রেখে শীর্ষে আছে পিএসজি।
টানা দুই ম্যাচে পয়েন্ট হারিয়ে তেতে থাকা বার্সেলোনার আগুনে পুড়ল আলাভেস। ঘরের মাঠে দলটিকে উড়িয়ে দিয়ে জয়ে ফিরল এরনেস্তো ভালভার্দের দল। লা লিগায় পরশু চলতি বছরে নিজেদের সবশেষ ম্যাচে ৪-১ গোলে জিতেছে বার্সেলোনা। ক্যাম্প ন্যুতে একটি করে গোল করেছেন লিওনেল মেসি, লুইস সুয়ারেস, আতোয়ান গ্রিজমান ও আর্তুরো ভিদাল। ২০১১ সালের পর প্রথমবারের মতো ঘরের মাঠে কোনো ম্যাচ না হেরে বছর শেষ করল বার্সেলোনা। টানা দুই ড্রয়ের পর এই জয়ে ১৮ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকে বছর শেষ করেছে বার্সেলোনা। এক ম্যাচ কম খেলা রিয়াল মাদ্রিদ ৩৬ পয়েন্ট নিয়ে রয়েছে দুই নম্বরে।
ইংলিশ প্রিমিয়ার লিগের আরেক ম্যাচে একচেটিয়া আধিপত্য বিস্তার করল ম্যানচেস্টার সিটি। রিয়াদ মাহরেজ আর কেভিন ডি ব্রুইনের দাপটে অসহায় হয়ে গেল লেস্টার সিটির রক্ষণ। লিগে ঘরের মাঠে সহজ জয় তুলে নিল পেপ গার্দিওলার দল। ইতিহাদ স্টেডিয়ামে পরশু ম্যাচে ৩-১ গোল জেতে প্রতিযোগিতার বর্তমান চ্যাম্পিয়নরা। শুরুতে পিছিয়ে পড়ার পর সমতা ফেরান মাহরেজ। প্রথমার্ধের শেষদিকে ইলকাই গিনদোয়ানের গোলে এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়ান গাব্রিয়েল জেসুস। এই জয়ে ১৮ ম্যাচে ১২ জয় ও দুই ড্রয়ে ৩৮ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানেই রইল সিটি। ১ পয়েন্ট বেশি নিয়ে দুইয়ে আছে লেস্টার। অনেক এগিয়ে শীর্ষে থাকা লিভারপুলের পয়েন্ট ১৭ ম্যাচে ৪৯।
একই লিগে আরেক ম্যাচে ছন্দময় ফুটবল উপহার দিতে পারল না কোনো দলই। পরিকল্পিত কোনো আক্রমণও দেখা গেল না। ম্যাড়মেড়ে ড্রয়ে শেষ হলো এভারটন ও আর্সেনালের ম্যাচ। গুডিসন পাকে গোলশূন্য ড্র হয় দুই দলের ম্যাচ। সব প্রতিযোগিতা মিলে শেষ ১৩ ম্যাচে মাত্র একটি জয় আর্সেনালের। ১৮ ম্যাচে পাঁচ জয় ও চার ড্রয়ে এভারটনের সংগ্রহ ১৯ পয়েন্ট। সমান ম্যাচে পাঁচ জয় ও আট ড্রয়ে আর্সেনালের অর্জন ২৩ পয়েন্ট।
জার্মান লিগ বুন্দেসলিগায় আবারও পয়েন্ট হারানোর শঙ্কায় পড়া বায়ার্ন মিউনিখের ত্রাতা জোশুয়া ও সের্গে জিনাব্রি। তাদের শেষ সময়ের গোলে জয় দিয়ে বছর শেষ করলো জার্মানির সফলতম দলটি। পরশু নিজেদের মাঠে ২-০ গোলে জিতেছে এই জার্মান জায়ান্ট ক্লাব।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।