Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইন্টারনেট বন্ধে ভারত শীর্ষে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৩ ডিসেম্বর, ২০১৯, ১২:০১ এএম

২০১৮ সালে সবচেয়ে বেশি বার সরকারি নির্দেশে ইন্টারনেট বন্ধ হয়েছে ভারতে। সাইবার স্পেসে মত প্রকাশের স্বাধীনতা, নিরাপত্তা, গোপনীয়তা ও মানবাধিকারের মতো বিষয়ের নিয়ে কাজ করা আন্তর্জাতিক সংস্থা ‘অ্যাকসেস নাও’ এই পরিসংখ্যান জানিয়েছে। ওই সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, ২০১২ সালের জানুয়ারি থেকে এখনও ভারতে ৩৭৩ বার ইন্টারনেট পরিষেবা স্থগিত করা হয়। শনিবার দেশটির স¤প্রচারমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে জানা গেছে, রাজ্য বা কেন্দ্র সরকারের থেকে নির্দেশ পেয়ে বিশেষ বিশেষ পরিস্থিতিতে রাজ্যে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেয় টেলিকম সংস্থাগুলো। আইনশৃঙ্খলা ব্যবস্থা হাতের বাইরে চলে গেলেই নেট বন্ধের পথে হাঁটে সরকারগুলো। কখনও আবার হিংসা ছড়ানো বা গোষ্ঠী সংঘর্ষ রুখতেও নেট পরিষেবা বন্ধ করা হয়। ২০১২ থেকে এ পর্যন্ত কাশ্মীরে ১৮০ বার ইন্টারনেট বন্ধ হয়েছে। তবে রাজস্থানের মতো কোনও কোনও রাজ্যে পরীক্ষার চলাকালীন নকল করা বন্ধ করতেও ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে। অ্যাকসেস নাও’র প্রতিবেদনে জানানো হয়েছে, শুধু ২০১৯ সালেই ৯১ বার ইন্টারনেট বন্ধ হয়েছে ভারতের বিভিন্ন প্রান্তে। ২০১৮ সালে নেট বন্ধ হয়েছে ১৩৪ বার। শুধুমাত্র নথিভুক্ত হয়েছে এমন ঘটনারই তথ্য পেয়েছে সংস্থাটি। তাদের মতে, প্রকৃত সংখ্যাটি এর থেকে অনেক বেশি। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইন্টারনেট পরিষেবা বন্ধের বিষয়গুলো সাধারণত স্থানীয় পুলিশ বিভাগ দেখাশুনা করে। এনডিটিভি, এবিপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ