Inqilab Logo

সোমবার, ০৮ জুলাই ২০২৪, ২৪ আষাঢ় ১৪৩১, ০১ মুহাররম ১৪৪৬ হিজরী

যুক্তরাষ্ট্রকে চরম মূল্য দিতে হবে : পিয়ংইয়ং

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৩ ডিসেম্বর, ২০১৯, ১২:০১ এএম

উত্তর কোরিয়ার মানবাধিকার ইস্যু যুক্তরাষ্ট্র বিবেচনায় নেওয়ার ঘোষণার পর পিয়ংইয়ং হুঁশিয়ার দিয়ে বলেছে, এর জন্য ওয়াশিংটনকে চরম ম‚ল্য দিতে হবে। শনিবার উত্তর কোরিয়ার সরকারি বার্তা সংস্থা কেসিএনএতে প্রকাশিত এক বিবৃতিতে এ হুঁশিয়ারি দেয়া হয়েছে। এতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র যদি উত্তর কোরিয়ার মানবাধিকার সমস্যার উল্লেখ করে এর সরকার পরিচালনা ব্যবস্থাকে ইস্যু হিসেবে নেওয়ার দুঃসাহস দেখানোর চেষ্টা করে তাহলে একে চরম পরিণতি ভোগ করতে হবে। গত বুধবার যুক্তরাষ্ট্রসহ একাধিক দেশের প্রস্তাবে জাতিসংঘের সাধারণ পরিষদে উত্তর কোরিয়ার ‘দীর্ঘদিন ধরে চলমান’ মানবাধিকার লঙ্ঘনের নিন্দা জানানো হয়। গত সোমবার উত্তর কোরিয়ায় মার্কিন বিশেষ দ‚ত স্টিফেন বাইগান পিয়ংইয়ংকে আলোচনার টেবিলে ফিরে আসার আহ্বান জানানোর পর এই প্রথম যুক্তরাষ্ট্রের ব্যাপারে মন্তব্য করলো উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। অবশ্য এর আগে উত্তর কোরিয়া আলোচনার টেবিলে বসার প‚র্বশর্ত হিসেবে যুক্তরাষ্ট্রকে তার ‘বিদ্বেষম‚লক নীতি’ পরিহার করার আহŸান জানিয়েছে। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ