মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক চিঠিতে জানিয়েছেন, তিনি যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সম্পর্ক উন্নয়নের জন্য আলোচনা চালিয়ে যেতে প্রস্তুত আছেন। শনিবার রুশ স¤প্রচার মাধ্যম চ্যানেল ওয়ানে প্রচারিত এক সাক্ষাৎকারে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সেরগেই ল্যাভরভকে এই কথা বলতে দেখা যায়। এদিন তার সাক্ষাৎকারের একটি অংশ প্রচারিত হয়। খবর রুশ সংবাদ সংস্থা তাসের। ল্যাভরভ বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি সংক্ষিপ্ত চিঠি পাঠিয়েছেন। তিনি দুই দেশের মধ্যকার সমস্যাগুলো সমাধান করতে প্রস্তুত আছেন। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী গত ১০ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের আমন্ত্রণে দেশটি সফর করেন। তাকে অভ্যর্থনা জানান প্রেসিডেন্ট ট্রাম্প। এই সফরে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর সঙ্গেও কথা হয় তার। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের নারী মুখপাত্র মারিয়া জাখারভা জানান, এই সফরের পর তারা নিরাপত্তা, নিরস্ত্রীকরণ এবং কৌশলগত স্থিতিশীলতার পাশাপাশি সিরিয়া ও আফগানিস্তানের দিকে দৃষ্টিনিবদ্ধ করেছেন। তাস।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।