Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বানারীপাড়ায় প্রথম নারী সহকারী কমিশনার ইসরাত জাহান

প্রকাশের সময় : ২৬ জুন, ২০১৬, ১২:০০ এএম

এস মিজানূল ইসলাম, বানারীপাড়া থেকে : বানারীপাড়া ভূমি অফিসে এই প্রথম কোনো নারী সহকারী কমিশনার পদে যোগদান করলেন। দীর্ঘদিন ধরে উপজেলা ভূমি অফিসের সহকারী কমিশনার পদটি শূন্য ছিল। গত ১২ মে সহকারী কমিশনার পদে ইসরাত জাহান বানারীপাড়ায় যোগদান করেন। এর পূর্বে এ পদে অতিরিক্ত দায়িত্ব পালন করেছেন উপজেলা নির্বাহী অফিসারগণ। এই দপ্তরে সর্বশেষ সহকারী কমিশনার পদে দায়িত্ব পালন করেছেন পংকজ ঘোষ। তিনি বদলি হওয়ার পর সর্বশেষ উপজেলা নির্বাহী অফিসার মোঃ শহীদুল ইসলাম সহকারী কমিশনার হিসেবে অতিরিক্ত দায়িত্ব পালন করেন। সদ্য যোগদান করা সহকারী কমিশনার ইসরাত বলেন, বানারীপাড়ায় দীর্ঘদিন এ পদটি শূন্য ছিল। এখানে যোগ দেয়ার পর দেখা যায় পূর্বে কাজের গতি কম ছিল। তাই অনেক কাজ জমে আছে। জনগণের সেবার দিক থেকে এ দপ্তরটি যথেষ্ট গুরুত্বপূর্ণ। কারণ মানুষের জমা-জমির হিসাব, ভূমি উন্নয়ন কর, খাস জমি, ভূমিহীন ইত্যাদি ভূমি সংক্রান্ত পরিসংখ্যান রয়েছে। রাজস্ব আদায়ের বড় এটা ক্ষেত্র এ দপ্তর। জনগণের সরাসরি সেবা ক্ষেত্র এখানে। সেবা সহজভাবে প্রদান করার জন্য সর্বাত্মক চেষ্টা থাকবে। বানারীপাড়া ভূমি অফিস ইতিমধ্যে এ ব্যাপারে পদক্ষেপ শুরু করার ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ হয়েছে। অভিযোগ ব্যবস্থাপনাবিষয়ক জনগণ তাদের অভিযোগ যাতে করে কর্তৃপক্ষের কাছে পৌঁছাতে পারে সে জন্য অভিযোগ বাক্স স্থাপন করার তার চিন্তা রয়েছে। তাছাড়া হেল্প ডেক্স থাকবে। তিনি বলেন, পুরনো দাগ, খতিয়ান, রেকর্ড বই অনেক নষ্ট অবস্থায় আছে। এখানে তথ্য না থাকলেও আরো চার জায়গায় তথ্য লিপিবদ্ধ আছে সেখান থেকে তারা প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করতে পারবেন। তিনি তার সহকর্মীদের সহযোগিতায় ভূমি অফিসকে জনবান্ধব করার প্রত্যয় ব্যক্ত করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বানারীপাড়ায় প্রথম নারী সহকারী কমিশনার ইসরাত জাহান
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ