বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চট্টগ্রাম ব্যুরো : আন্জুমানে রহমানিয়া মইনীয়া মাইজভা-ারিয়ার উদ্যোগে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল গতকাল (শনিবার) চট্টগ্রাম চকবাজারস্থ কাপাসগোলা মাইজভা-ার মন্জিলে অনুষ্ঠিত হয়। এতে দরবারের সাজ্জাদানশীন ও আন্জুমান কেন্দ্রীয় সভাপতি শাহ্সূফী মাওলানা সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল্-হাসানী সভাপতির বক্তব্যে বলেন, মুসলমানরা সিয়াম সাধনার মাধ্যমে নৈতিক ও আত্মিকভাবে পরিশুদ্ধি অর্জন করেন। রোজার মাসে মাসব্যাপী কঠোর আত্মসংযম ও সিয়াম সাধনার দ্বারা রোযাদারগণ আত্মশুদ্ধির প্রশিক্ষণই গ্রহণ করেন। তিনি বলেন, মাহে রমজানের শিক্ষার আলোকে তাক্বওয়াভিত্তিক জীবনধারা গড়ার মাধ্যমে নৈতিকভাবে উৎকর্ষতা অর্জন এবং খোদাভীতির চেতনা জাগ্রত করতে হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শাহজাদা সৈয়দ মাশুক-এ-মইনুদ্দীন, শাহজাদা সৈয়দ হাসনাইন-এ-মইনুদ্দীন, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান প্রফেসর ড. মুহাম্মদ আলী চৌধুরী, হযরত সৈয়দ মইনুদ্দীন আহমদ মাইজভা-ারী ট্রাস্ট সচিব খলিফা এড. কাজী মহসীন চৌধুরী। আলোচনায় অংশগ্রহণ করেন মাওলানা নিজাম উদ্দিন চিশ্তী, মাওলানা মঈন উদ্দিন আল-কাদেরী, মাওলানা আবু বক্কর খান, মাওলানা নিজাম উদ্দিন আশ্রাফী, আন্জুমান ইউএই প্রতিনিধি আহমেদুর রহমান, আন্জুমান কেন্দ্রীয় সহ-সভাপতি শফিউল আলম তালুকদার, চট্টগ্রাম মহানগর সভাপতি খলিফা মুহাম্মদ বোরহান উদ্দিন, সহ-সভাপতি আলী ইমরান চৌধুরী প্রমুখ। মাহফিল শেষে সর্বমানবতার কল্যাণ কামনা করে বিশেষ মুনাজাত পরিচালনা করেন শাহ্সূফী সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল্-হাসানী।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।