Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিংড়ায় দুই বছরের শিশু ধর্ষণের শিকার

প্রকাশের সময় : ২৬ জুন, ২০১৬, ১২:০০ এএম

নাটোর জেলা সংবাদদাতা : নাটোরের সিংড়ায় দুই বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার দুপুরে সিংড়া উপজেলার কৈডালা গ্রামে মতিউর নামে (১৭) প্রতিবেশী এক ভ্যানচালক কিশোর শিশুটিকে ধর্ষণ করেছে বলে শিশুর পরিবারের অভিযোগ। শিশুটি এখন নাটোর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। শিশুর পরিবার ও হাসপাতাল থেকে জানা যায়, ভ্যান গাড়িতে দুই শিশুকে বসিয়ে রেখে গফুরের শিশু কন্যাকে নিয়ে ফড়িং ধরার কথা বলে জঙ্গলের মধ্যে রাখা খড়ের গাদায় নিয়ে ধর্ষণ করে। এসময় ভ্যান রিকশায় বসিয়ে রাখা ওই দুই শিশু ডাকতে গিয়ে ঘটনা দেখতে পেয়ে চিৎকার শুরু করলে মতিউর পালিয়ে যায়। খবর পেয়ে পরিবারের সদস্যরা শিশুটিকে উদ্ধার করে প্রথমে সিংড়া হাসপাতালে ভর্তি করে। পরে তাকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আবুল কালাম আজাদ শিশুটি ধর্ষিত হওয়ার সত্যতা নিশ্চিত করে জানান, তার শরীরের স্পর্শকাতর জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। সিংড়া থানার ওসি নাছির উদ্দিন মন্ডল জানান, এ বিষয়ে থানায় কেউ অভিযোগ করেনি। তবে ঘটনাটির খোঁজ নিয়ে ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সিংড়ায় দুই বছরের শিশু ধর্ষণের শিকার
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ