Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দেশের সর্বনিম্ন তাপমাত্রা চুয়াডাঙ্গায় ৯.৪ ডিগ্রি সেলসিয়াস

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২২ ডিসেম্বর, ২০১৯, ১২:৩৭ পিএম | আপডেট : ১২:৩৭ পিএম, ২২ ডিসেম্বর, ২০১৯

গত কয়েকদিন সূর্যের দেখা মেলেনি। কুয়াশায় ঢেকে আছে চারপাশ। চুয়াডাঙ্গায় শৈত্যপ্রবাহের কারণে এখানে দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে। রোববার চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯.৪ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় এখানে। চুয়াডাঙ্গায় গত তিন দিন ঝিরঝিরে হাওয়ায় শীতের প্রকোপ বেড়েছে। বেলা বাড়লেও শীতের তীব্রতা কমছে না।

এ ছাড়া ভোর থেকে দিনভর ঘন কুয়াশায় ঢাকা থাকছে চারদিক। শীতের কারণে সাধারণ মানুষ প্রয়োজনীয় কাজ ছাড়া ঘর থেকে বের হচ্ছে না। দরিদ্র অনেক মানুষ খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে।

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের পর্যবেক্ষক সামাদুল হক জানান, বৃহস্পতিবার জেলায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শৈত্য প্রবাহ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ