Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

পাকিস্তানের পাল্টা জবাবে বেশ কিছু ভারতীয় সেনা হতাহতের দাবি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২২ ডিসেম্বর, ২০১৯, ১২:০৯ পিএম

ভারত অধিকৃত কাশ্মিরের নিয়ন্ত্রণ রেখা বরাবর যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাবে পাকিস্তানি সেনাবাহিনী কড়া জবাব দিয়েছে। এতে ভারতীয় সেনাবাহিনীর অনেক হতাহত ও বেশ কিছু পোস্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। এমন দাবি করেছে পাকিস্তানের সেনাবাহিনী। তবে এ খবরের বিষয়ে ভারতের পক্ষ থেকে কিছু জানা যায় নি। এ খবর দিয়ে অনলাইন ডন বলছে, পাকিস্তান সেনাবাহিনীর মিডিয়া উইং আইএসপিআরের প্রধান শনিবার গভীর রাতে এ নিয়ে একটি টুইট করেছেন। তাতে বলা হয়েছে, নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারতীয় সেনাবাহিনী সিএফভির অবিরাম অভিযান অব্যাহত রাখে। এর সমুচিত জবাব দেয়া হয়েছে। দেবা সেক্টরে সিএফভির জবাবে চালানো অভিযানে ভারতীয় পোস্টের বড় ক্ষয়ক্ষতি হয়েছে এবং বিপুল সংখ্যক ভারতীয় সেনা হতাহত হয়েছেন।
ওই টুইটে আরো জানানো হয়েছে, কিরণ অথবা নীলাম উপত্যাকায় কোনো বড় ধরনের গুলি বিনিময় হয় নি বলে ভারতীয় মিডিয়ায় বলা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত-পাকিস্তান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ