Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তুচ্ছ ঘটনার জের মার্কেটে ভাঙচুর লুটপাট, দোকানের ম্যানেজার ও এক কর্মচারী আহত

প্রকাশের সময় : ২৬ জুন, ২০১৬, ১২:০০ এএম

নড়াইল জেলা সংবাদদাতা : নড়াইল শহরের রূপগঞ্জ বাজারের পৌর সুপার মার্কেটের নকশি মেলা গার্মেন্টসের ম্যানেজার ও এক কর্মচারীকে বেধড়ক মারপিট করা হয়েছে। ঘটনার সময় ওই দোকান ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় শহরের গার্মেন্টস ও কাপড় ব্যবসায়ীদের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয়েছে। জানা গেছে, শুক্রবার (২৪ জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ১নং পৌর সুপার মার্কেটের সামনে এক পাগলকে চড় মারায় তার তাড়া খেয়ে শহরের ভাওয়াখালি এলাকার আজিজুর (৩০) নকশি মেলায় গিয়ে আশ্রয় নেয়। তখন ওই পাগল নকশি মেলায় এসে আজিজুরকে মারতে উদ্ধত হয়। এক পর্যায়ে দোকানের লোকজন পাগলকে তাড়িয়ে দেয় এবং ঈদের ভীড়ের কারণে তাকে (আজিজুর) চলে যেতে বলে। এতে ক্ষুব্ধ হয়ে দোকানের ম্যানেজার লাভলু বিশ্বাসকে মারধর করে। এসময় ফোন করে আজিজুর তার লোকজনকে খবর দিলে কিছুক্ষণ পর ২০-২৫ জনের একটি গ্রুপ দোকানে প্রবেশ করে লাভলুর মাথা ফাটিয়ে দেয় এবং দোকানের কর্মচারী শিপনকে লাঠিপেটা করে। এ সময় তারা দোকান ভাঙচুর-লুটপাট করে। দোকান মালিক নিপু সরকার জানান, ঈদের কোনাকাটা যখন জমে উঠেছে,তখন উদ্দেশ্যমূলকভাবে স্থানীয় কিছু সন্ত্রাসী দোকনের ম্যানেজার লাভলুর মাথা ফাটিয়ে দেয় এবং শিপনকে মারধর করে। এ সময় সন্ত্রাসীরা দোকান ভাঙচুর ও দামী প্যান্ট, গেঞ্জি-শার্ট, থ্রি পিচ লুটপাট করে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: তুচ্ছ ঘটনার জের মার্কেটে ভাঙচুর লুটপাট
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ