মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
গোটা ভারতে নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে প্রতিবাদ-বিক্ষোভ চলছে। পুলিশের গুলিতে প্রতিবাদকারীদের লাশ পড়ছে। গতকাল শনিবার সন্ধ্যা পর্যন্ত তিন দিনে ২০ জন নিহত হয়েছেন। আর এ নিয়ে বলিউড তারকারাও মুখ খুলছেন। তবে যেসব তারকারা মুখ খুলেননি তাদেরকে কাপুরুষ আর মেরুদন্ডহীন বললেন কঙ্গনা রানাওয়াত।
ভারতীয় একটি সংবাদমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে কঙ্গনা বলেছেন, বলিউড তারকাদের নিজেদের নিয়ে লজ্জিত হওয়া উচিত। বলিউড কাপুরুষে ভরা। তারা শুধু নিজেদের নিয়েই ভাবে। দিনে ২০ বার আয়নায় নিজেকে দেখাই যেন তাদের কাজ। দেশ নিয়ে ভাবার সময় নেই।
তিনি আরও বলেন, তারকাদের সবকিছুতেই ভয় থাকে। তারা সবচেয়ে ভীতু। তারা কাপুরুষ ও মেরুদন্ডহীন। তাই তারা অন্যদের নিয়ে খারাপ মন্তব্য করে। নারীদের নিয়েও করে, কারণ তারা কাপুরুষ। তাদেরকে আদর্শ ভাবা বন্ধ করতে হবে।
উল্লেখ্য, বাংলাদেশ, আফগানিস্তান ও পাকিস্তান থেকে নিপীড়নের মুখে ভারতে পালিয়ে যাওয়া হিন্দু, বৌদ্ধ, শিখ, জৈন, পার্সি ও খ্রিস্টানদের নাগরিকত্ব নিশ্চিতে স¤প্রতি আইন করেছে ভারত। তবে এই আইন পাস হওয়ার পর অনেকেই মুসলিমবিরোধী আইন হিসেবে এটি দেখছেন। সূত্র : ওয়েবসাইট।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।