বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন
মহসিন রাজু, বগুড়া থেকে: বগুড়ার শিবগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের লাশ সৎকারের একমাত্র স্থান বানাইল মহাশ্মশানটি ক্ষমতার দাপটে দখল হয়ে যাচ্ছে। উপজেলা আওয়ামী লীগ সভাপতি আজিজুল হক সেখানে মাটি ফেলে ভরাট করে মার্কেট নির্মাণের ঘোষণা দিয়েছে। এর প্রতিবাদ উপজেলার হিন্দু ধর্মাবলম্বীরা শনিবার সকালে উপজেলা সদরে চিকাদহে মহাশ্মশানে এক ঘণ্টা মানববন্ধন কর্মসূচি পালন করেছে। মানববন্ধন শেষে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুর রহমানের কাছে গিয়ে একটি স্মারকলিপি দিয়েছেন।
স্মারকলিপিতে দাবি করা হয়, অবিলম্বে প্রশাসন তাদের মহাশ্মশান পুরোপুরি উদ্ধার করে না দিলে এলাকার সকল হিন্দুধর্মাবলম্বী মানুষ প্রয়োজনে এ এলাকাত্যাগে বাধ্য হবেন। স্মারকলিপিতে দেশ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে সংখ্যালঘুদের স্বার্থ রক্ষার জন্য অনুরোধ জানানো হয়েছে। বানাইল মহাশ্মশান রক্ষা কমিটির আয়োজনে শনিবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঘন্টা ব্যাপী মানববন্ধন কর্মসূচিতে বানাইল পৌর এলাকা ছাড়াও আঁচলাই, উথলী, সংসারদিঘি, পরানপুর, ভাইয়ের পুকুর, বামনা এলাকার শত শত নারী-পুরুষ ও শিশুরা অংশ নেয়। মানববন্ধনে বক্তারা বলেন, ১৯১০ সাল থেকে বানাইল মৌজার করতোয়া নদীর ধার ঘেঁষে এ মহাশ্মশানটিতে লাশের সৎকার চলে আসছে। এটি জমিদার পত্মী নগেন্দ্র্র বালার নামীয় সিএস ৮৭ দাগের সম্পত্তি। ব্রিটিশ আমল থেকে শুরু করে আজ পর্যন্ত ওই সম্পত্তি সনাতন ধর্মাবম্বীরা ব্যবহার করে আসছে। সিএস-এমআরআর এবং সর্বশেষ মাঠ জরিপও তা বহাল আছে। কিন্তু উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজিজুল হক অনেকটা হঠাৎ করেই মহাশ্মশানের উত্তর পাশের বেশ কিছু এলাকাজুড়ে মাটি ফেলে ভরাট করে দখল নিতে মরিয়া হয়ে ওঠেছেন। লোকমুখে শোনা গেছে, সেখানে তিনি নিজ নামে মার্কেট নির্মাণ করবেন। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানালে তিনি তাকে মাটি ভরাট না করার জন্য মৌখিকভাবে বারণ করেছেন। তবে এখন পর্যন্ত উদ্ধারের কোনো ব্যবস্থা নেননি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।