Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এভারটন-আর্সেনাল ম্যাচ ড্র

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২১ ডিসেম্বর, ২০১৯, ৯:৩২ পিএম

ড্রয়ে শেষ হল এভারটন-আর্সেনাল ম্যাচ। গুডিসন পার্কে শনিবার গোলশূন্য ড্র হয় দুই দলের ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচ। সব প্রতিযোগিতা মিলে শেষ ১৩ ম্যাচে মাত্র একটি জয় আর্সেনালের।
লিগে আর্সেনালের সবচেয়ে বেশি ৩৩টি জয় এভারটনের বিপক্ষে। সবচেয়ে বেশি গোলও (১০৭) তাদের বিপক্ষেই। তবে এই ম্যাচে ছিল না সেসবের কোনো প্রতিফলন।
প্রথমার্ধে বল দখলে আর্সেনাল এগিয়ে থাকলেও আক্রমণে এগিয়ে ছিল এভারটন। অবশ্য স্বাগতিকদের পাঁচটি শটের কোনোটিই লক্ষ্যে ছিল না। লক্ষ্যে ছিল না ৪৪তম মিনিটে আর্সেনালের নেওয়া একমাত্র শটটিও। বিরতির পর আক্রমণে গতি বাড়ায় সফরকারীরা। ৫১তম মিনিটে পিয়েরে-এমেরিক। আউবামেয়াংয়ের ডান পায়ের শট দারুণ দক্ষতায় রুখে দেন এভারটন গোলরক্ষক জর্ডান পিকফোর্ড। বাকিটা সময়ে আর উল্লেখযোগ্য কোনো আক্রমণ করতে পারেনি কেউই। ১৮ ম্যাচে পাঁচ জয় ও চার ড্রয়ে এভারটনের সংগ্রহ ১৯ পয়েন্ট। সমান ম্যাচে পাঁচ জয় ও আট ড্রয়ে আর্সেনালের অর্জন ২৩ পয়েন্ট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ