মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
মুসলিমবিদ্বেষী নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে বিক্ষোভে উত্তাল ভারত। পশ্চিমবঙ্গ, দিল্লির পর কর্নাটক রাজ্যের রাজধানী ব্যাঙ্গালুরুসহ অন্তত দশটি রাজ্যের ১৩টি শহরে ছড়িয়ে পড়েছে এ বিল পাসের প্রতিবাদে আন্দোলন। সে আন্দোলন রুখতে বিভিন্ন প্রদেশে কারফিউ জারি করা হয়েছে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে গুলি চালিয়েছে পুলিশ। শুক্রবার বিক্ষোভের সময় পুলিশ গুলি চালালে ৬ জন নিহত হওয়ার খবর প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। বিক্ষোভ চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমেও। সংশোধনী নাগরিকত্ব আইন পাশের প্রতিবাদে মোদি সরকারকে কটাক্ষ করছেন ভারতীয় নেটিজেনরা। শুক্রবার এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে দেখা গেছে, মোদির একটি পুতুল মাটিতে পাতানো বিছানায় শুইয়ে রেখে আহাজারি করছেন এক বৃদ্ধা। আর বিলাপ দিয়ে বলছেন, মোদি এটা কি করলি বাবা, মোদি তুই এটা কি করলি বাবা। নাজির আনসারি নামের এক ভারতীয়র ফেসবুক অ্যাকাউন্ট থেকেই একদিনে ভিডিওটি ২৪ হাজারের বেশি শেয়ার হয়েছে আর তা দেখা হয়েছে পাঁচ লাখ ২১ হাজার বার! এনডিটিভি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।