মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ভারতের বিহার রাজ্যে জাতীয় নাগরিক তালিকা (এনআরসি) কার্যকর না করার ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। শুক্রবার (২০ ডিসেম্বর) বিহারে সংযুক্ত জনতা দল (জেডিইউ)-বিজেপি জোট সরকারের মুখ্যমন্ত্রী এ ঘোষণা দেন। স¤প্রতি ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও ক্ষমতাসীন দল বিজেপির সভাপতি অমিত শাহ সারাদেশে এনআরসি করার ঘোষণা দিলেও শুক্রবার টুইটার থেকে সেই মন্তব্য মুছে ফেলে বিজেপি। বিহারে জোট সরকারের শরিক দল হিসেবে জেডিইউ এনআরসি কার্যকর করার উদ্যোগ নেওয়ার আগেই এর বিরোধিতা করতে শুরু করেন দলের সভাপতি প্রশান্ত কিশোর। গত শনিবার মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের সঙ্গে সাক্ষাৎ করে এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি। ওই সময় নীতীশকে তিনি জানিয়ে দেন, জেডিইউ-বিজেপি জোট সরকার যদি এই রাজ্যে এনআরসি কার্যকরের উদ্যোগ নেয়, তা হলে তিনি দলীয় পদ ছেড়ে দেবেন। সেই সময়ে নীতীশ আশ্বস্ত করেছিলেন প্রশান্ত কিশোরকে। সাফ জানিয়ে দিয়েছিলেন, বিহারে কোনওভাবেই এনআরসি কার্যকর করা হবে না। এনডিটিভি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।