মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
অবৈধভাবে দেশত্যাগের অভিযোগে অর্ধশতাধিক রোহিঙ্গাকে শুক্রবার আদালতে হাজির করেছে মিয়ানমার। শিশুসহ এসব রোহিঙ্গা এসময় কান্নায় ভেঙ্গে পড়ে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ২৮ নভেম্বর ইরাবতি নদীর একটি চর থেকে ৯৩ রোহিঙ্গাকে গ্রেফতার করা হয়। তারা পশ্চিমের রাখাইন রাজ্য ছেড়ে সাগর পথে দেশ ত্যাগের চেষ্টা করছিল বলে অভিযোগ মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর। ইমিগ্রেশন কর্মকর্তার কাছে জবানবন্দি দেওয়ার জন্য ২৩ শিশুসহ রোহিঙ্গাদের পাথেইন শহরের একটি আদালতে হাজির করা হয়। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া বিদেশ ভ্রমণচেষ্টার অভিযোগ আনা হয়েছে। এই অভিযোগে তাদের দুই বছর পর্যন্ত কারাদন্ড হতে পারে। রোহিঙ্গাদের পক্ষে থাকা আইনজীবী থাজিন মিন্ট মায়াত উইন বলেন, ‘সেখানকার পরিস্থিতি জটিল বলে তারা পালাচ্ছিল বলে জানিয়েছে রোহিঙ্গারা’। অনুবাদকের মাধ্যমে বিচারক খিন মায়াত মায়াত তুন যখন রোহিঙ্গাদের সঙ্গে কথা বলছিলেন তখন তারা কাঁদছিল। এসময় বিচারক বলেন, ‘শুনানির সময় আপনারা আদালতে শব্দ করতে পারবেন না। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।