Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিজয় দিবস হকিতে রানার্সআপ সোনালী ব্যাংক

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২১ ডিসেম্বর, ২০১৯, ৯:০১ পিএম

বাংলাদেশ হকি ফেডারেশন আয়োজিত ওয়ালটন রেফ্রিজারেটর বিজয় দিবস হকি-২০১৯ প্রতিযোগীতায় রানার্স আপ ট্রফি অর্জন করেছে দেশের বৃহত্তম বানিজ্যিক ব্যাংক সোনালী ব্যাংক লিমিটেড। সোনালী ব্যাংকের সিইও এন্ড ম্যানেজিং ডিরেক্টর মোঃ আতাউর রহমান প্রধান এর পক্ষে ব্যাংকের প্রধান কার্যালয়ের জেনারেল ম্যানেজার মোঃ শাহেদ আলী এবং জাকির হোসেন খান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এর কাছ থেকে ট্রফি গ্রহন করেন । রাজধানীর মাওলানা ভাষানী হকি স্টেডিয়ামে গত বৃহস্পতিবার ফাইনালে বাংলাদেশ নৌবাহিনী টিমের কাছে পেনাল্টি কর্নারে দেয়া একমাত্র গোলে হেরে রানার্স আপ ট্রফি অর্জন করে সোনালী ব্যাংক লিমিটেড। সোনালী ব্যাংকের গোলকিপার বিপ্লব খুজুর টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয় এবং একই দলের মাহবুব হোসেন টুর্নামেন্টে সর্বাধিক ১৭ গোল করেন। এসময় ব্যাংকের খেলোয়াড় ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ