বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
যশোর ব্যুরো : যশোরে একটি মুদি দোকানের আড়ালে জুয়া খেলার সময় ছয়জনকে আটক করে অর্থদ- অনাদায়ে কারাদ- দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শনিবার বেলা দেড়টার দিকে শহরের আশ্রম রোড এলাকার শহিদুল ইসলামের দোকানের পেছন থেকে আটক করে এই শাস্তি দেন আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট জহির ইমাম।
দ-প্রাপ্তরা হলেন, যশোর শহরের শংকরপুর এলাকার আবদুল আজিজের ছেলে শহিদুল ইসলাম (৩৫), খড়কী এলাকার সোবহান হাওলাদারের ছেলে মন্টু (৩০), ষষ্ঠীতলাপাড়ার লিয়াকত আলীর ছেলে কুদ্দুস মিয়া (৩৫), বেজপাড়ার দুলালের ছেলে বাবুল আক্তার (৩০) একই এলাকার কেসমতের ছেলে সোহেল রানা (২৮) ও টিবি ক্লিনিক মোড়ের মোসলেম উদ্দিনের ছেলে আরিফুল ইসলাম (৩২)।
যশোর কোতোয়ালি থানা পুলিশ জানায়, দ-প্রাপ্তরা শহিদুল ইসলামের মুদি দোকানের পেছনে জুয়া খেলছিল। ভ্রাম্যমাণ আদালত সেখানে অভিযান চালায়। এসময় বিচারক তাদের প্রত্যেককে একশ’ টাকা জরিমানা করেন। অনাদায়ে এক দিনের বিনাশ্রম কারাদ- দেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।