Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‌‘পগবা বিক্রির জন্য নয়’

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২১ ডিসেম্বর, ২০১৯, ৩:২০ পিএম

প্রায় চার মাস ধরে মাঠের বাইরে পল পগবা। সেপ্টেম্বরে অ্যাঙ্কেলের চোটে পড়া এই মিডফিল্ডারকে বিক্রি করে দেওয়ার গুঞ্জন বেশ ভালোভাবেই ডালাপালা মেলছিল। যদিও ম্যানচেস্টার ইউনাইটেড কোচ ওলে গানার সুলশার উড়িয়ে দিলেন সেই গুঞ্জন। জানালেন, পগবা বিক্রির জন্য নয়।
চোটের সঙ্গে মাঠের বাইরের নানা বিতর্কে পগবা শিরোনামে এসেছেন অনেকবার। তাছাড়া রিয়াল মাদ্রিদ ও জুভেন্টাস তার দিকে নজর দিয়ে রেখেছে অনেকদিন থেকে। তাহলে কি পগবাকে বিক্রি করে দিতে চাইছে ম্যানইউ? ব্রিটিশ মিডিয়ায় চলমান এই গুঞ্জনের ইতি টানলেন সুলশার। ম্যানইউ কোচ নিশ্চিত করেছেন, ফ্রান্সের হয়ে বিশ্বকাপ জেতা মিডফিল্ডারকে বিক্রি করবে না তারা।
রবিবার ওয়াটফোর্ডের মাঠে খেলতে যাবে ম্যানইউ। এই ম্যাচের আগের সংবাদ সম্মেলনে সুলশারের কাছে পগবার ভবিষ্যতের ব্যাপারে জানাতে চাওয়া হয়েছিল। সেখানেই তিনি নিশ্চিত করেছেন, ‘জানুয়ারিতে পগবা বিক্রি হচ্ছে না।’
২০১৬ সালে জুভেন্টাস থেকে রেকর্ড ট্রান্সফারে ম্যানইউয়ে নাম লেখান পগবা। যে প্রত্যাশা নিয়ে তাকে ওল্ড ট্র্যাফোর্ডে আনা হয়েছিল, শুরুতে সেটা পূরণ করতে পারেননি। ছন্দে ফিরলেও চোটের কারণে আবার চলে যেতে হয়েছে মাঠের বাইরে। এখনও তিনি বাইরে আছেন অ্যাঙ্কেলের চোটে। ‍ফরাসি ফরোয়ার্ডের বর্তমান অবস্থা জানিয়েছেন সুলশার এই বলে, ‘দেখা যাক সে কেমন অনুভব করে, আমি তাকে কোনও রকম জোর করব না।’
শিষ্যের প্রশংসা করতেও ভুল হলো না ম্যানইউ বসের, ‘পগবা দারুণ এক খেলোয়াড়। আমরা বিশ্বের অন্যতম সেরা একজন খেলোয়াড়কে পেয়েছি।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ