Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিএসএমএমইউর ১৬৩ শিক্ষার্থীর মাঝে গবেষণা মঞ্জুরী প্রদান

প্রকাশের সময় : ২৬ জুন, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের গবেষণা কার্যক্রম এগিয়ে নেয়ার লক্ষ্যে গবেষণার জন্য ২০১৫-১৬ অর্থ বছরের ফান্ড থেকে এমডি, এমএস কোর্সের মনোনীত ১৬৩ জন সম্মানিত রেসিডেন্ট শিক্ষার্থীর মাঝে প্রধান অতিথি হিসেবে গবেষণার মঞ্জুরীপত্র ও অনুদানের চেক প্রদান করেন অত্র বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ডা. কামরুল হাসান খান। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিলন হলে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (গবেষণা ও উন্নয়ন) প্রফেসর ডা. মো. শহীদুল্লাহ সিকদার। বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (প্রশাসন) প্রফেসর ডা. মো. শারফুদ্দিন আহমেদ, প্রো-ভিসি (শিক্ষা) প্রফেসর ডা. এএসএম জাকারিয়া (স্বপন), কোষাধ্যক্ষ প্রফেসর ডা. মো. আলী আসগর মোড়ল। অনুষ্ঠানে মেডিসিন অনুষদের ডীন প্রফেসর ডা. এবিএম আব্দুল্লাহ, সার্জারি অনুষদের ডীন প্রফেসর ডা. কনক কান্তি বড়–য়া, রেজিস্ট্রার প্রফেসর ডা. এবিএম আব্দুল হান্নান, প্রক্টর প্রফেসর ডা. মো. হাবিবুর রহমান দুলাল, ডেপুটি রেজিস্ট্রার মো. আব্দুল আলীমসহ বিভিন্ন অনুষদের ডীন, বিভাগীয় চেয়ারম্যান, সম্মানিত শিক্ষকদের গ্রান্ট প্রদান সংক্রান্ত কমিটির সদস্যগণ ও মনোনীত শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডা. কামরুল হাসান খান গবেষণার জন্য মনোনীত শিক্ষার্থীদের অত্যন্ত গুরুত্ব দিয়ে আন্তরিকতা ও নিষ্ঠার সাথে গবেষণা কার্যক্রম সম্পাদন করে দেশের স্বাস্থ্যসেবায় বিরাট অবদান রাখার আহ্বান জানান।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিএসএমএমইউর ১৬৩ শিক্ষার্থীর মাঝে গবেষণা মঞ্জুরী প্রদান
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ