Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিএমজেএফ’র সভাপতি রুবেল সম্পাদক মনির

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ২০ ডিসেম্বর, ২০১৯, ১০:২১ পিএম

ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরামের (সিএমজেএফ) নতুন মেয়াদে ২ বছরের জন্য সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন চ্যানেল টুয়েন্টি ফোরের আউপপুট এডিটর হাসান ইমাম রুবেল। আর সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন দৈনিক যুগান্তরের সিনিয়র রিপোর্টার মনির হোসেন।

শুক্রবার (২০ ডিসেম্বর) রাজধানীর এক রেস্টুরেন্টে সংগঠনটির দ্বিবার্ষিক সাধারণ সভায় নতুন এ কমিটি নির্বাচিত হয়।

নতুন কমিটির সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন দৈনিক মানবজমিনের স্টাফ রিপোর্টার এমএম মাসুদ। যুগ্ম সাধরণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বাংলানিউজ২৪ ডটকমের সিনিয়র রিপোর্টার এসএমএ কালাম এবং অর্থ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক আমাদের সময়ের সিনিয়র রিপোর্টার আবু আলী। কার্যনিবার্হী সদস্য পদে নির্বাচিত হয়েছেন বার্তা টুয়েন্টি ফোরের মাহফুজুল ইসলাম, ঢাকা ট্রিবিউনের নিয়াজ মাহমুদ সোহেল, ঢাকা ট্রিবিউনের ইব্রাহিম হোসেন অভি পেয়েছেন, সানবিডি টুয়েন্টি ফোরের গিয়াস উদ্দিন এবং শেয়ারবাজার প্রতিদিনের নাজমুল ইসলাম ফারুক। সিএমজেএফ’র উপদেষ্টা সুনীতি কুমার বিশ্বাসকে প্রধান নির্বাচন কমিশনার করে ৩ সদস্যের নির্বাচন কমিশন গঠন করা হয়। নির্বাচন কমিশনের অন্য সদস্যরা ছিলেন সিএমজেএফ’ সাবেক সভাপতি অর্থসূচক সম্পাদক জিয়াউর রহমান, সিএমজেএফ’র সিনিয়র সদস্য রাজু আহমেদ। নির্বাচনে ৫৯ জন ভোটারের মধ্যে ভোট দেন ৫৮জন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সিএমজেএফ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ