Inqilab Logo

শুক্রবার, ৩১ মে ২০২৪, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩১, ২২ জিলক্বদ ১৪৪৫ হিজরী

রাশিয়ার প্রধান নিরাপত্তা সংস্থার দফতরে বন্দুক হামলা, মৃত ২

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২১ ডিসেম্বর, ২০১৯, ১২:০১ এএম

রাশিয়ার প্রধান নিরাপত্তা সংস্থার সদর দপ্তরে আচমকা হামলা চালাল অজ্ঞাত পরিচয়ের এক বন্দুকবাজ। এর জেরে এখনও পর্যন্ত এক নিরাপত্তা আধিকারিকের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। গুরুতর জখম হয়েছেন আরও পাঁচজন। পরে নিরাপত্তা রক্ষীদের গুলিতে খতম হয় অজ্ঞাত পরিচয়ের ওই বন্দুকবাজও। বৃহস্পতিবার সন্ধেয় ঘটনাটি ঘটেছে রাশিয়ার রাজধানী মস্কোর লুবায়ঙ্কা স্কোয়ারে। সোভিয়েত ইউনিয়ন থাকাকালীন যে সংস্থাকে কেজিবি নামে চিনত সারা বিশ্ব, আজ তার নাম ফেডারেল সিকিউরিটি সার্ভিস বা এফএসবি। বর্তমানে দেশের সর্বোচ্চ নিরাপত্তা সংস্থা হিসেবেই পরিচিত। গতকাল সেই সংস্থার প্রধান কার্যালয়ের বাইরেই হামলা চালায় অজ্ঞাত পরিচয়ের এক বন্দুকবাজ। প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গিয়েছে, সদর দপ্তরের বাইরে দাঁড়িয়ে আচমকা গুলি চালাতে আরম্ভ করে ওই ব্যক্তি। এর জেরে ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই স্থানে কর্তব্যরত এক নিরাপত্তা আধিকারিকের। জখম হন আরও পাঁচজন। তার মধ্যে দুজন আধিকারিকের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।

সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ