Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ক্রমেই ভুটানবাসীর ক্রয়সামর্থ্যের বাইরে চলে যাচ্ছে পেঁয়াজ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২১ ডিসেম্বর, ২০১৯, ১২:০১ এএম

গত ১৫ বছরে এমন অবস্থা দেখেননি সবজি বিক্রেতা সাঙ্গে ভুটি। পেঁয়াজের দাম শুধু বেড়েই চলেছে। এই দাম শুধু স্বল্প-আয়ের লোকজনকেই নয় সব শ্রেণীর ভোক্তাকে আক্রান্ত করেছে। রাজধানী থিম্পুর বাজারে চারগুণ বেশি দামে পেঁয়াজ বিক্রি হচ্ছে। গত দুই মাসে দাম বেড়ে দাঁড়িয়েছে ১৪০ গুলট্রাম (ভুটানের মুদ্রা)। ভুটানের রান্নায় অপরিহার্য উপাদান এই পেঁয়াজ। সাঙ্গে ভুটি বলেন, দাম বেড়ে যাওয়ায় চাহিদা মারাত্মকভাবে কমে গেছে। এতে তার ব্যবসারও ক্ষতি হয়েছে। পরিবহন ও প্যাকেজিং ব্যয় বিবেচনায় নিলে পেঁয়াজ বিক্রি করে কোন লাভ হয় না। পাইকারি বিক্রেতা ফুন্তমো দাওয়া বলেন, পাইকারি বাজারে গতকাল পেঁয়াজের দাম ৯৮-১০০ গুলট্রাম কেজি। ভুটানে পর্যাপ্ত পেঁয়াজ হয় না। তাই আমদানি করতে হয়। ফলে ক্রেতারা সমস্যায় পড়েছেন। ক্রেতাদের এই সমস্যা নিয়ে এখনো অর্থমন্ত্রণালয় থেকে কোন জরিপ চালানো হয়নি। আবার রাতারাতি পেঁয়াজ উৎপাদন করা যায় না। পেঁয়াজ রোপনের পর অন্তত ৯ মাস লাগে এটি পরিপক্ক হতে। ভারতের উপর ব্যাপক নির্ভরতার কারণেই মূলত ভুটানে এ সমস্যা দেখা দিয়েছে। সূত্র : এসএএম।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ