নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
শ্রীলঙ্কার বাঁহাতি স্পিনার লাসিথ এম্বুলদেনিয়া আর পেসার লাহিরু কুমারার দাপটে দু’শর আগেই গুটিয়ে গেল পাকিস্তান। তবে ব্যাটিংয়ে নেমে লঙ্কানরাাও স্বস্তিতে নেই খুব একটা। হারিয়ে ফেলেছে তারা টপ অর্ডারের তিন ব্যাটসম্যানকে। সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিনে গতকাল করাচিতে ১৯১ রানেই শেষ হয়েছে পাকিস্তানের প্রথম ইনিংস। লঙ্কানরা দিন শেষ করেছে ৩ উইকেটে ৬৪ রান নিয়ে।
টস জিতে ব্যাটিংয়ে নেমেছিল পাকিস্তান। ষষ্ঠ ওভারে তিন বলের মধ্যে ওপেনার শান মাসুদ ও অধিনায়ক আজহার আলিকে বোল্ড করে দেন বিশ্ব ফার্নান্দো। ১০ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়া পাকিস্তান প্রতিরোধ গড়ে আগের টেস্টের দুই সেঞ্চুরিয়ান আবিদ আলি ও বাবর আজমের ব্যাটে। ৫৫ রানের এই জুটি ভাঙে আবিদের বিদায়ে। এরপর অবশ্য বারবও বেশিক্ষণ টিকতে পারেননি। এম্বুলদেনিয়াকে বেরিয়ে এসে খেলতে গিয়ে পরাস্ত হয়ে স্টাম্পড হয়ে যান ৬০ রানে। শেষ ২৪ রানে শেষ ছয় উইকেট হারায় স্বাগতিকরা। সর্বোচ্চ ৬৩ রান করে শফিক আউট হন নবম ব্যাটসম্যান হিসেবে। ৪৯ রানে ৪ উইকেট নিয়ে সেরা বোলার কুমারা। এম্বুলদেনিয়া ৪ উইকেট নেন ৭১ রান খরচায়। অন্য দুটি পান ফার্নান্দো।
শ্রীলঙ্কার বোলিংয়ের আনন্দ অনেকটা মিলিয়ে যায় ব্যাটিংয়ে নেমে। ওপেনার ওশাদা ফার্নান্দো ৪ রানে ফেরেন শাহিন শাহ আফ্রিদির বলে। অধিনায়ক দিমুথ করুনারতেœ ও তিনে নামা কুসল মেন্ডিস থিতু হওয়ার ইঙ্গিত দিলেও পারেননি টিকতে। দুজনকেই বিদায় করে দেন মোহাম্মদ আব্বাস। দিনশেষে তাই এগিয়ে রাখা কঠিন দুই দলের একটিকে।
সংক্ষিপ্ত স্কোর
পাকিস্তান ১ম ইনিংস : ৫৯.৩ ওভারে ১৯১ (আবিদ ৩৮, বাবর ৬০, আসাদ ৬৩, হারিস ৯, রিজওয়ান ৪, নাসিম ১*; বিশ্ব ২/৩১, কুমারা ৪/৪৯, এম্বুলদেনিয়া ৪/৭১)।
শ্রীলঙ্কা ১ম ইনিংস : ১৯ ওভারে ৬৪/৩ (ওশাদা ৪, করুনারতেœ ২৫, কুসল ১৩, ম্যাথিউস ৮*, এম্বুলদেনিয়া ৩*; শাহিন ১/১, আব্বাস ২/২১)।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।