মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
উর্দু সাহিত্যিক তথা কৌতুকবিদ মুজতবা হোসেন পদ্মশ্রী সম্মান ভারত সরকারকে ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। গণতন্ত্র বিঘিœত হচ্ছে মন্তব্য করে তিনি ক্ষুব্ধ হয়ে ওই সম্মান ফেরত দেওযার ঘোষণা দেন।
নাগরিকত্ব আইন নিয়ে ভারতজুড়ে এখন প্রতিবাদের ঝড়। কিছুদিন আগেই কেন্দ্রীয় সরকারের থেকে পাওয়া সাহিত্য আকাদেমি পুরস্কার ফিরিয়েছেন উর্দু লেখিকা শিরিন দলভি। উর্দু সাহিত্যিক মুজতবা হোসেন এক যুগ আগে ২০০৭ সালে পাওয়া পদ্মশ্রী সম্মান ফেরালেন।
নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে ইতোমধ্যেই বিবৃতি দিয়েছেন বিশিষ্টজনেরা। কয়েক দিন আগেই ৭২৬ জন বুদ্ধিজীবীর স্বাক্ষরিত একটি প্রতিবাদ-বিবৃতি জনসমক্ষে এসেছে। সারা দেশেই এখন এই আইনের বিপক্ষে প্রতিবাদ-বিক্ষোভ চলছে। এরই মধ্যে মুজতবা হোসেনের সাহিত্য আকাদেমি পুরস্কার ফেরানো প্রতিবাদের এক নতুন সংযোজন।
এক বিবৃতিতে মুজতবা হোসেন বলেন, ‘আমি পুরষ্কারটি ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। কারণ, আমি ওই পুরস্কার আর আমার বাড়িতে রাখতে চাই না। আমি শিগগিরই একটি চিঠি লিখব কেন্দ্রকে।’ এভাবেই অমিত শাহের নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদ জানালেন সাহিত্যিক মুজতবা হোসেন।
গণতন্ত্রের ওপর আঘাত এলে মেনে নেওয়া যায় না এমনটাই মনে করছেন উর্দু সাহিত্যিক তথা কৌতুকবিদ মুজতবা হোসেন। তার এই সিদ্ধান্তে কুর্নিশ জানিয়েছেন অনেকে। সূত্র : কলকাতা২৪।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।