Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অবশেষে নীরবতা ভাঙলেন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২০ ডিসেম্বর, ২০১৯, ১২:০২ এএম

সাবেক বিশ্ব সুন্দরী ও বলিউডের শক্তিধর অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া অবশেষে নাগরিকত্ব সংশোধন আইন নিয়ে নীরবতা ভাঙলেন। দিল্লিতে জামিয়া মিলিয়া ইসলামিয়া এবং আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের প্রতিবাদী শিক্ষার্থীদের বিরুদ্ধে পুলিশের দমনপীড়নের নিন্দা জানিয়েছেন তিনি।
প্রিয়াঙ্কা বলেছেন, একটি উন্নত গণতন্ত্রে শান্তিপূর্ণ প্রতিবাদকারীদের বিরুদ্ধে সহিংসতা অন্যায়। ওই আইনের বিরুদ্ধে এরই মধ্যে বলিউডের অনেক অভিনেতা অভিনেত্রী তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। তাদের অনেকেই প্রতিবাদী জনতার বিরুদ্ধে পুলিশি অ্যাকশনের বিরোধিতা করে নিন্দা জানিয়েছেন।

বিরোধীতাকারী অনেকের সঙ্গে সর্বশেষ গত রোববার রাতে যুক্ত হয়েছেন ৩৭ বছর বয়সী অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া। তিনি বলেন, আমাদের স্বপ্ন প্রতিটি শিশুর জন্য শিক্ষা। শিক্ষা হলো এমন একটি বিষয়, যা তাদেরকে স্বাধীনভাবে চিন্তা করতে শক্তিশালী করে থাকে। তারা কথা বলুক- এমন করে আমরা তাদেরকে বড় করে তুলেছি।

টুইট পোস্টে প্রিয়াংকা আরো বলেন, একটি উন্নত গণতন্ত্রে কেউ শান্তিপূর্ণভাবে তার প্রতিবাদ জানালে এবং তার জবাবে সহিংসতা অন্যায়। প্রতিটি কণ্ঠস্বরকে শুনতে হবে। প্রতিটি কন্ঠস্বরই ভারতকে পাল্টে দেয়ার জন্য কাজ করবে একত্রে। এক্ষেত্রে প্রিয়াংকা দুটি হ্যাসট্যাগ ব্যবহার করেন টুইটারের সঙ্গে। তাতে লেখা হয় #হ্যাভ ভয়েস উইল রেইজ। #হ্যাভ ভয়েস মাস্ট রেইজ। সূত্র : এনডিটিভি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ