মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
বিশেষ আদালতে পাকিস্তানের সাবেক সামরিক শাসক জেনারেল (অব.) পারভেজ মোশাররফ মৃত্যুদন্ডে দন্ডিত হওয়ার একদিন পর বর্তমান সেনাবাহিনী প্রধান জেনারেল কমর জাভেদ বাজওয়া স্পেশাল সার্ভিস গ্রুপের (এসএসজি) সদর দফতর পরিদর্শনে গিয়ে বলেছেন, দেশের কষ্টার্জিত স্থিতিশীলতার সঙ্গে কোনরকম আপোষ সেনাবাহিনী মেনে নেবে না।
জেনারেল বাজওয়ার এই সফরকে সাবেক সেনাপ্রধানের সঙ্গে সংহতি প্রকাশ হিসেবে দেখা হচ্ছে। ২০০৭ সালের ৩ নভেম্বর সংবিধান স্থগিত করে জরুরি আইন জারি করার জন্য মোশাররফকে ওই সাজা দেয়া হয়। সাবেক প্রেসিডেন্ট ছিলেন এসএসজি’র সদস্য।
বুধবার এসএসজি সদরদফতরে গিয়ে বাজওয়া বলেন, পাকিস্তানের বিরুদ্ধে তৎপর সকল ক্ষতিকর শক্তিকে পরাভ‚ত করে আমরা স্থিতিশীলতা এনেছি। কোন মূল্যেই একে হারাতে দেবো না আমরা।
৭৬ বছর বয়সী মোশাররফ এখন দুবাইয়ে অবস্থান করছেন এবং সেখানে তার চিকিৎসা চলছে। মোশাররফের বিরুদ্ধে রায় হওয়ার পর পাকিস্তান সেনাবাহিনী এক প্রতিক্রিয়ায় জানায় এই রায়ে তারা খুবই কষ্ট পেয়েছে।
১৯৬৫ সালের যুদ্ধের কিছু পর মোশাররফ এসএসজি-তে যোগ দেন। তিনি এই এলিট বাহিনীতে ১৯৬৬ সাল থেকে ১৯৭২ সাল পর্যন্ত কাজ করেন। ১৯৭১ সালের যুদ্ধের সময় তিনি ছিলেন এসএসজি কমান্ডো ব্যাটালিয়নের কোম্পানি কমান্ডার। সূত্র : এসএএম।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।