Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শীতের কাঁপন উত্তর ও দক্ষিণ-পশ্চিমে, কুয়াশাচ্ছন্ন জনপদ, চুয়াডাঙ্গায় পারদ ৭.৯ ডিগ্রি

শফিউল আলম | প্রকাশের সময় : ১৯ ডিসেম্বর, ২০১৯, ১:৩২ পিএম

তিন চার দিন পর পৌষ এলো এবার স্বরূপে।।গতরাত থেকে আজ বৃহস্পতিবার পৌষের শীতের দাপটে কাঁপছে রংপুর, রাজশাহী বিভাগ তথা উত্তরাঞ্চল এবং যশোরসহ দক্ষিণ-পশ্চিমের জনপদ। উত্তুরের হিমেল কনকনে হাওয়ায় জীবনযাত্রা থমকে গেছে। শীতজনিত রোগব্যাধির প্রকোপ বিভিন্ন স্থানে বেড়েছে। মাঝারি থেকে ঘন কুয়াশাচ্ছন্ন হয়ে পড়েছে বিস্তীর্ণ এসব এলাকায় শহর গ্রাম জনপদ। আজ বৃহস্পতিবার চুয়াডাঙ্গায় পারদ নেমে এসেছে ৭.৯ ডিগ্রি সেলসিয়াস, যা চলতি শীত মৌসুমে এ যাবৎ সর্বনিম্ন তাপমাত্রা। ঢাকায়ও পারদ ১৩ ডিগ্রিতে নেমেছে। প্রায় সারাদেশে দিনের সর্বোচ্চ তাপমাত্রার সাথে পাল্লা দিয়ে কমে গেছে রাতের সর্বনিম্ন তাপমাত্রাও। ঘন কুয়াশাচ্ছন্ন থাকায় সড়ক মহাসড়ক, নৌপথে চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এদিকে আবহাওয়া পূর্বাভাসে জানা গেছে, আগামী ৭২ ঘণ্টায় শৈত্যপ্রবাহ আরও বিস্তার লাভ করতে পারে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ