Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফিরমিনোর গোলে ক্লাব ফুটবলের ফাইনালে লিভারপুল

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১৯ ডিসেম্বর, ২০১৯, ৩:১৪ এএম

দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে পার্থক্য গড়ে দিলেন বদলি নামা ফিরমিনো। গোল করে দলকে তুলে নিলেন ক্লাব বিশ্বকাপের ফাইনালে। কাতারের রাজধানী দোহায় বুধবার রাতে সেমি-ফাইনালে মনতেরিকে ২-১ গোলে হারিয়েছে ইউরোপ চ্যাম্পিয়নরা। প্রথমার্ধে নাবি কেইতার গোলে লিভারপুল এগিয়ে যাওয়ার খানিক পরই সমতায় ফিরেছিল মেক্সিকোর ক্লাবটি।
একাদশ মিনিটে এগিয়ে যায় ইয়ুর্গেন ক্লপের দল। মোহামেদ সালাহর দারুণ এক ডিফেন্স চেরা পাস ধরে লক্ষ্যভেদ করেন কেইতা। তিন মিনিটের মধ্যেই অবশ্য সমতা ফেরায় মনতেরি। প্রতিপক্ষের প্রথম চেষ্টা রুখে দিয়েছিলেন লিভারপুল গোলরক্ষক আলিসন। তবে বিপদমুক্ত করতে পারেননি। আলগা বল পেয়ে অনায়াসে লক্ষ্যভেদ করেন ফুনেস মোরি। বিরতির আগে পর বেশ কয়েকটি দারুণ সেভ করে দলকে লড়াইয়ে রাখেন আলিসন। ৬২তম মিনিটে দিভোক ওরিগি বল জালে জড়ালেও অফ-সাইডের বাঁশি বাজান রেফারি।
যোগ করা সময়ের প্রথম মিনিটে বদলি নামা অ্যালেকজান্ডার-আর্নল্ডের ক্রস থেকে বল পেয়ে ছোট ডি-বক্সের ভেতর থেকে জাল খুঁজে নেন ফিরমিনো। ২১ ডিসেম্বর ফাইনালে লিভারপুলের প্রতিপক্ষ ব্রাজিলের ক্লাব ফ্লামেঙ্গো।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ