মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
নাগরিকত্ব আইনের বিরোধিতা করতে গিয়ে নিজের গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা হল এই প্রথম। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে খাস দেশের রাজধানী দিল্লির অন্যতম প্রধান জায়গা ইন্ডিয়া গেটের সামনেই।
পুলিশ জানায়, গতকাল সন্ধ্যায় ২৫ বছর বয়সী এক যুবক ইন্ডিয়া গেটের সামনে এসে গায়ে আগুন দেন। প্রায় ৯৫ শতাংশ পুড়ে গিয়েছেন তিনি। তড়িঘড়ি পুলিশ তাঁকে রাম মনোহর লোহিয়া হাসপাতালে ভরতি করে। চিকিৎসকরা জানিয়েছেন, ওই যুবকের শরীরের ৯০ শতাংশ পুড়ে গিয়েছে। বাঁচার সম্ভাবনাও ক্ষীণ। তবু লড়াই চালানো হচ্ছে।
জানা গেছে, ওই যুবক ওড়িশার বাসিন্দা। নাম কার্তিক মেহার। গায়ে আগুন দেয়ার আগে নাগরিকত্ব আইনের বিরোধিতা করতে দেখা গিয়েছিল তাকে, এমনটাই জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। যদিও পুলিশের দাবি, ওই যুবক নাগরিকত্ব আইনের বিরুদ্ধে কোনও সেøাগান দেয়নি সে।
উল্লেখ্য, ইন্ডিয়া গেট থেকে ঢিল ছোড়া দূরত্বেই প্রেসিডেন্টের ভবন। সেখানে বসেই নাগরিকত্ব সংশোধনী বিলে সই করে তা আইনে পরিণত করেছিলেন প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দ। সূত্র : টাইমস অব ইন্ডিয়া।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।