মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ভারতের নতুন নাগরিকত্ব আইন নিয়ে দুঃশ্চিন্তায় পড়া তামিল নাড়ুর শ্রীলঙ্কান এক শরণার্থী বলেছে যে নাগরিকত্ব দেয়া না হলে সরকার যেন তাকে হত্যা করে। তারামানগালামের কাছে শরণার্থী শিবিরে গত ২৮ বছর ধরে বসবাসকারী ইয়ানাতান সোমবার জেলা কালেকটরেট অফিসে এসে অভিযোগ বক্সে একটি পিটিশন দাখিল করেন।
ভারতের প্রেসিডেন্টকে লেখা ওই পিটিশনে ইয়ানাতান বলেন যে, সে ও তার পিতামাতা শ্রীলঙ্কা থেকে পালিয়ে এসে ১৯৯১ সাল থেকে ভারতের শরণার্থী শিবিরে বাস করছে। তার জন্মও হয়েছে ভারত। তিনি বলেন, জন্মসূত্রে ভারতীয় হওয়ায় এবং ভারতের প্রতি পুরোপুরি আনুগত্য থাকায় তারা আশা করেছিলো ভারত সরকার তাদেরকে নাগরিকত্ব দেবে। কিন্তু ভারত সরকার যে নাগরিকত্ব আইন করেছে তা শ্রীলঙ্কান শরণার্থীদের আশার আলো নিভিয়ে দিয়েছে। ফলে ভারতে থাকার স্বপ্নই যখন বাস্তবায়িত হবে না তখন তাকে যেন মেরে ফেলা হয়। সূত্র : এসএএম।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।